শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমনিরহাটে অস্ত্রসহ যুবদলের দুই নেতা আটক ভাঙ্গুড়ায় ছাত্রীকে শ্লীলতাহানি করায় ইন্সট্রাকটরকে মারধোর ঝিকরগাছা গদখালী ফেব্রুয়ারির ৩দিবসে শতকোটি টাকা আয়ের আশা চাষীদের কোনাবাড়ীতে আরও এক ছিনতাই কারী গ্রেফতার প্রতিটি সফল আন্দোলনের পেছনে ছাত্রছাত্রীদের অগ্রণী ভূমিকা ছিল,এম মঞ্জুরুল করিম রনি বশেমুরকৃবি’তে আনন্দ-উৎফুল্লে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত কোনাবাড়ীতে তিন ছিনতাইকারী গ্রেফতার রাজস্ব হারাচ্ছে সরকার:ধর্মঘটে দ্বিতীয় দিনেও বেনাপোল বন্দর দিয়ে ফল আমদানি বন্ধ লালমনিরহাটে জুই হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ- পুলিশের সাথে ধস্তাধস্তি টেন্ডার বাক্স লুটের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে রাজশাহীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

অবৈধ নেটওয়ার্ক বুস্টার ও ওয়াকিটকিসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৯৫ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

গাজীপুর জেলার সদর,শ্রীপুর ও জয়দেবপুর থানার এবং ময়মনসিংহ জেলার ভালুকা থানার বিভিন্ন এলাকায় অবৈধ নেটওয়ার্ক রিপিটার, বুস্টার ও ওয়াকিটকির বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত (৫ সেপ্টেম্বর) থেকে (৭ সেপ্টেম্বর) পর্যন্ত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর নিয়মিত অভিযান টিম ও র‍্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্প যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। এসময় বিপুল পরিমাণ অবৈধ সরঞ্জাম জব্দ করা হয়।

জানাগেছে অভিযানে কিতাব আলী প্লাজায় ১ টি টাওয়ার,শহীদুল্লাহ কমপ্লেক্স ২ টি টাওয়ার, শ্রীপুর রোড, মাওনা চৌরাস্তায় ১টি টাওয়ার,বাঘের বাজারে ১ টি টাওয়ার, মন্ডল গ্রুপে ১ টি টাওয়ার,সালনা বাজারে ১টি টাওয়ার, রফিক ভবন মুন্সিপাড়া গাজীপুরে ১ টি টাওয়ার, হাক্বীনী হাউজিং সোসাইটিতে ১ টি টাওয়ার,জৈনা বাজারে ১ টি টাওয়ার,হোতাপাড়ায় ১ টি টাওয়ার,স্কোয়াড মাষ্টারবাড়ীতে ১ টি টাওয়ার গুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে প্রেসবিজ্ঞপ্তিতির মাধ্যমে এসব তথ্য জানান, র‍্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প গাজীপুর এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন।
এসময় ২ টি ইনডোর রিপিটার/বুস্টার, ৪ টি
আউটডোর রিপিটার বুস্টার, ৭৬ টি ছোট-বড় বিভিন্ন এ্যান্টেনা, ৫২ টি সুইচ এবং ০৩ টি ইনডোর রিপিটার এ্যান্টেনা জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ বেতারযন্ত্রের সর্বমোট আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা বলে জানিয়েছেন র‍্যাব।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর নিয়মিত অভিযান টিম এর সদস্য সহকারী পরিচালক শাহাদাত হোসেন (এসএম), উপ-সহকারী পরিচালক(এসএম) সরফুদ্দিন চৌধুরী,এবং র‍্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প গাজীপুর এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন,স্কোয়াড কমান্ডার অতিরিক্ত
পুলিশ সুপার রতন কুমার দাশগুপ্ত। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‍্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর