শনিবার, ১০ মে ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
বেনাপোলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু সিরাজগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি গ্রেফতার ভাঙ্গুড়ায় মাটির রাস্তা ভরাট কাজের উদ্বোধন র‌্যাবের অভিযানে কষ্টিপাথরসহ ৩ জন পাচারকারী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ‎ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ, ঠাকুরগাঁও সীমান্তে ১০ জন আটক বুড়িমারী স্থলবন্দরে ট্রাক ট্রাংলরী থেকে চাঁদাবাজি বন্ধের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি মাসুদ খন্দকারের বাসায় হামলার প্রতিবাদে ভাঙ্গুড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত সন্ত্রাস ও চাঁদাবাজির কোন দল নেই,জিএমপি কমিশনার কোনাবাড়িতে ছাইয়েদুল আলম বাবুল এর ৬৩তম জন্মদিন পালন

সলঙ্গায় জোরপূর্বক বাড়ি দখলের চেষ্টা,থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: / ২৮৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

সিরাজগঞ্জের সলঙ্গায় ওয়ারিশসূত্রে পাওয়া পৈতৃক ২০ শতক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছে স্থানীয় দুবৃর্ত্তরা। এরই ধারাবাহিকতায় সম্পত্তি দখলের উদ্দেশ্যে বিবাদী রফিকুল ইসলাম (৪৮) এর নেতৃত্বে ৫০/৬০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গত মোমবার দুপুরে ঐ বাড়ির ভেতরে প্রবেশ করে। পরে বাড়িতে ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধর করে।

এ ঘটনায় সলঙ্গা থানার তারুটিয়া গ্রামের আবু সাঈদ ফকিরের ছেলে রফিকুল ইসলাম (৪৮), শফিকুল ইসলাম (৪৫), এরশাদুল ইসলাম (এরশাদ) (৪০) ও মৃত আবু বক্কারের ছেলে টিকু মিয়া (৪০), মৃত ইউসুফের এর ছেলে একরামুল হক (২৫) সহ অজ্ঞাত নামে ৫০/৬০ আসামী করে সলঙ্গা থানায় মামলা করেছে ভুক্তভোগী সলঙ্গা থানার পাঁচিলা গ্রামের লিটন আকন্দ।

এজাহার সূত্রে জানা গেছে,গত ৬০ থেকে ৭০ বছর যাবত ঐ বাড়িতে বসবাস করে আসছে পাঁচিলা গ্রামের মৃত আবু তাদের আকন্দের ছেলে লিটন আকন্দ ও তার পরিবার। ঘটনার দিন দুপুরে তারুটিয়া গ্রামের আবু সাঈদ ফকিরের ছেলে রফিকুল ইসলাম (৪৮) এর নেতৃত্বে ৫০/৬০ জনের একটি সন্ত্রাসী বাহিনী ঐ বাড়িতে অতর্কিতে হামলা ও এক্সকাভেটর (ভেকু) মেশিন দিয়ে বসত বাড়ী ভাঙচুর চালায়। এসময় বাড়িতে থাকা নারী ও শিশুদের মারধর করে এবং জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে।তখন আমার চিৎকারে আশপাশের লোকজন আসিলে বিবাদীগন তাদের সাথে খারাপ আচরন করাসহ হুমকি প্রদান করে। বিবাদীগন আরো উত্তেজিত হইয়া প্রকাশ্যে লোকজনের সামনে বলে যে, আমাকে যেকোন বিনিময়ে রাস্তা ঘাটে একা পাইলে হত্যা করিবে।এবং লাশ গুম করিবে মর্মে হুমকি প্রদান করে। ভয়ে আমি নিরুপায় হয়ে ঐ সময় ৯৯৯ লাইন এ ফোন করিলে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে আসিয়া আমাকে বিবাদীগনের কবল থেকে উদ্ধার করে।

এবিষয়ে রফিকুল ইসলাম এর সাথে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল নাম্বার বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায় নাই।

এ ব্যাপারে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হকর বলেন, ঘটনায় জড়িত থাকায় ৩জন কে আটক করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর