সিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ সদরে ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে সরিষা, গম, ভূট্র, চিনাবাদাম, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ, মুগ, মুসর ও খেসারী উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে- কৃষি প্রণোদনা কর্মসূচি’র আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠান শুরুতেই পবিত্র কোরআন ও গীতা থেকে পাঠ করার পরে গাজায় ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরাইলের বর্বোরচিত হামলায় নিহতদের শহীদের আত্মার মাগফিরাত কামনা করে একমিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয় ।
সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে –
শনিবার (২১ অক্টোবর) দুপুর ১২ টায় সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানে কৃষকদের প্রণোদনার জন্য এক বিঘা জমির জন্য ২০ গম কেজি, ভূট্রা ২ কেজি, সরিষা ১ কেজি,সূর্যমুখী ১ কেজি চিনাবাদাম ১০ কেজি, পেঁয়াজ ১ কেজি,মুগ ৫ কেজি,মসুর ৫ কেজি, খেসারী ৮ কেজি এবং ১০ কেজি ডিএপি সার ও এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ-২ সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত তিনি তার বক্তব্যে বলেন, মাননীয় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার হলো কৃষিবান্ধব সরকার। কৃষিতে বিপ্লব ঘটাতে আধুনিক প্রযুক্তি গ্রহন করেছেন। উন্নত সমৃদ্ধিশালী স্মার্ট বাংলাদেশ গড়ার বিনির্মানে কাজ করছেন। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও চতুর্থ প্রধানমন্ত্রী করতে হবে। সবাই নৌকা মার্কায় পক্ষে থাকুন নৌকা মার্কায় ভোট দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ফারুক,পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ সেলিম রেজা প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন। স্বাগত বক্তব্যে রাখেন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সদর উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মিশু আকতার। আরো বক্তব্যে রাখেন, সদর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি এস.এম. মেহেদী হাসান।
এসময়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলার শাখার সভাপতি মোঃ আমিনুর ইসলাম,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবীব খোকা , ব সদর উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ সর্মিষ্ঠা সেন গুপ্তা, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সাব্বির আহমেদ সিফাত সহ অন্যান্য কর্মচারীরা সহ সুবিধাভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।