জনতা ব্যাংক পিএলসি.সিরাজগঞ্জ কর্পোরেট শাখার নতুন ভবনের উদ্বোধন ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ জনতা ব্যাংক পিএলসি.সিরাজগঞ্জ কর্পোরেট শাখার নতুন ভবনের শুভ উদ্বোধন ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া-মোনাজাত, ফিতা কেটে উদ্বোধন এবং আলোচনা সভা করা হয়। রোববার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে সিরাজগঞ্জ শহরের এস.এস.রোডস্থ জনতা ব্যাংক পিএলসি সিরাজগঞ্জ কর্পোরেট শাখা , সিরাজগঞ্জের নতুন ভবনের শুভউদ্বোধন করেন এবং গ্রাহক সমাবেশের প্রধান অতিথি ছিলেন – জনতা ব্যাংক পিএলসি এরিয়া অফিস সিরাজগঞ্জের উপ-মহাব্যবস্থাপক মোঃ জাহিদুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – জনতা ব্যাংক পিএলসি এরিয়া অফিস সিরাজগঞ্জের সহকারী মহাব্যবস্থাপক মোঃ আমিনুর রশিদ। এতে সভাপতিত্ব করেন – জনতা ব্যাংক পিএলসি সিরাজগঞ্জ কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোঃ হুমায়ন কবির। এসময়ে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – জনতা ব্যাংক পিএলসি সিরাজগঞ্জ কর্পোরেট শাখা সিরাজগঞ্জের অবসরপ্রাপ্ত জিএম মোঃ সাখাওয়াত হোসেন, এজিএম মোঃ জাহাঙ্গীর আলম খান, আব্দুল লতিফ তালুকদার, এস.এম. শহিদুল ইসলাম, ডিজিএম মোঃ আমিনুল হক প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন – জনতা ব্যাংক পিএলসি কর্পোরেট শাখা এরিয়া অফিস সিরাজগঞ্জের সিবিএ এর সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান। গ্রাহকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন – ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল লতিফ। এসময়ে জনতা ব্যাংক পিএলসি কর্পোরেট শাখা এরিয়া অফিস সিরাজগঞ্জের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং গ্রাহকেরা উপস্থিত ছিলেন।