কাজিপুরে বিপুল ভোটের ব্যবধানে নৌকার নিরঙ্কুশ বিজয়
গোলাম কিবরিয়া খান স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ -১ আসনে ২লক্ষ ৭৫ হাজার ৮ শত ৩২ ভোটের ব্যবধানে নিরঙ্কুশ বিজয় পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয়। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির জহুরুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ১ শত ৩৯ ভোট। এর আগেও তিনি দু’বার সংসদ সদস্য নির্বাচিত হন।
আওয়ামী লীগের ঘাঁটি পরিচিত জাতীয় সংসদের ৬২, সিরাজগঞ্জ -১ আসনটি কাজিপুর উপজেলা এবং সদরের পাঁচ ইউনিয়ন নিয়ে গঠিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তথ্য/ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রের তথ্য অনুযায়ী এই আসনে মোট ৩৯৪৬৭২ জন ভোটার ১৭৩ টি ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করে। ৪ জন প্রতিদ্বন্দ্বির অংশগ্রহণে নির্বাচন গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়।
নির্বাচনে নৌকা প্রতীকের প্রকৌশলী তানভীর শাকিল জয় ২৭৮৯৭১ ভোট পেয়ে ২৭৫৮৩২ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির জহুরুল ইসলাম পেয়েছেন ৩১৩৯ ভোট। এছাড়াও জাসদের সাইফুল ইসলাম ৭৪৮ ভোট এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন দলের সবুজ আলী ৫৭০ ভোট পেয়েছেন।