লালমনিরহাটে পথচারীদের মাঝে খাবার পানি স্যালাইন বিতরণ
আশরাফুল হক, লালমনিরহাট সংবাদদাতাঃ
লালমনিরহাটের হাতিবান্ধায় পথচারী মানুষের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ। কিছুদিন থেকে টানা অনাবৃষ্টির ফলে সৃষ্ট প্রচন্ড দাবদাহে নাভিশ্বাস জনজীবন বিপর্যস্ত। শ্রমজীবি, দিনমজুর, অটো, ভ্যান ও রিকসা চালকসহ বিভিন্ন শ্রেনী পেশার পথচারী মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন নিয়ে পাশে দাড়িয়েছেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সেচ্ছাসেবী সামাজিক সংগঠন সুচিন্তা মানবিক ফাউন্ডেশন।
সংগঠনটি প্রায় ২১৬ জন পথচারীর মাঝে বিশুদ্ধ খাবার পানিসহ স্যালাইন বিতরণ করেন।
সোমবার (২৯ মে) দুপুরে উপজেলার হ্যালিপ্যাড মাঠ এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে যাতায়াত কারী পথচারীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি স্যালাইন পান করানোর মধ্যে দিয়ে তৃষনা মেটানো চেষ্টা করেন।
সামাজিক সংগঠন সুচিন্তা মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধার সন্তান আজিজুল বারী, কার্যনির্বাহী কমিটির সভাপতি ফরিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শরিফ মিয়া, সহ-সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক রিফাত ইসলাম সহ আরও অনেকে এতে অংশ নেন।