শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে দুদকের অভিযান
গাজীপুর জেলা সংবাদদাতাঃ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুপুরে দুদকের একটি দল এ অভিযান পরিচালনা করেন।
দুদকের সমন্বিত গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক বায়েজিদুর রহমান খান এ তথ্য জানান।
তিনি বলেন, হাসপাতালে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে সোমবার দুদকের একটি অ্যানফোর্সমেন্ট ইউনিট নিয়ে এ অভিযান চালানো হয়েছে ।
তিনি জানান, আমরা কাগজপত্র ও তথ্য সংগ্রহ করেছি। এসব দেখবো এবং এ বিযয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।
গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, শুনেছি, দুদকের টিম এসেছে। আমি রাউন্ড আছি।