উল্লাপাড়ায় মোটরসাইকেল নির্বাচনী প্রচারণায় হাজারো মানুষের ঢল
সিরাজগঞ্জে উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে মোটরসাইকেল নির্বাচনী প্রচারণায় হাজারো মানুষের ঢল।
আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনতা প্রায় ৫ হাজার ‘মোটরসাইকেল’ মার্কার নির্বাচনী প্রচারনায় অংশগ্রহণ করেন।স্বতঃস্ফূর্ত হয়ে উৎসাহ উদ্দীপনা নিয়ে সাধারণ মানুষ ওই জনসভায় যোগ দেন।
শুক্রবার বিকেলে উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয় চত্বরে রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলতাব হোসেন মন্ডল এর সঞ্চালনায় জনসভায় অনুষ্ঠিত হয়।
এসময় জনসভায় উপস্থিত হয়ে জনতার কাছে মোটরসাইকেল মার্কায় ভোট চান আসন্ন উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মরহুম আলহাজ্ব আব্দুল লতিফ মির্জার মেয়ে সেলিনা মির্জা মুক্তি।
এসময় বক্তব্য রাখেন,উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা,
সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য শামসুল জামান আলো,নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম আরজু,উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগে যুগ্ন আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ, রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো,সলপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি : শওকত ওসমান, বাঙ্গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ (মক্কা),হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল আলম রেজা,বড়হর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হাসান নান্নু,বীর মুক্তিযোদ্ধা মোজ্জামেল হক,পুর্নিমাগাতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আল-আমীন সরকার,উধুনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল,ইউনিয়ন আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সেরাজুয সালেকিন, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আলম রেজা, রামকৃষ্ণপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ,রামকৃষ্ণপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান আকাশ প্রমূখ।
এছাড়াও উপজেলা আওয়ামীলীগ,ইউনিয়ন আওয়ামীলীগ, ওয়ার্ড আওয়ামীলীগ,সকল ইউপি সদস্যসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।