বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিডি২৪লাইভের বর্ষসেরা জেলা প্রতিনিধি হলেন সিরাজগঞ্জের সোহেল রানা গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ,গাড়ী ভাংচুর ও অগ্নি সংযোগ কুড়িগ্রামে কমিউনিটি নেতা ও যুব ফোরাম এবং স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে কোনাবাড়িতে প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট নাগেশ্বরীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত গাজীপুরে কারখানা খোলার দাবিতে গণ সমাবেশ শুরু  ভূরুঙ্গামারীতে ৩ ইটভাটার ৩ লক্ষ টাকা জরিমানা সুন্দরগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড!

তিন উপজেলার সব প্রার্থীকে টপকে সর্বোচ্চ ভোট সালমার

রিপোর্টারের নাম : / ৫২ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা, ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার মধ্যে সকল প্রার্থীর চেয়ে বেশি ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শামীমা খাতুন সালমা। তিনি কলস প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৬২৩ ভোট। এত ভোট কোনো প্রার্থীই পাননি।

গত ২১ মে ২য় ধাপে শার্শা উপজেলায় অনুষ্ঠিত নির্বাচনে প্রথমবার অংশ নিয়ে তিনি বাজিমাত করেছেন। এতে তার কর্মী-সমর্থকেরা দারুণ খুশি। শামীমা খাতুন সালমা বেনাপোল পৌরসভার সাবেক প্যানেল মেয়র নিখোঁজ তারিকুল আলম তুহিনের স্ত্রী ও যশোর জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক।

জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে শার্শা থেকে নির্বাচিত চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেন (দোয়াত-কলম) ৩৭ হাজার ৭৩০, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আব্দুর রহিম সরদার (তালা) ২২ হজার ৯৮৭ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীমা খাতুন সালমা (কলস) ৪২ হাজার ৬২৩ ভোট পেয়েছেন।

ঝিকরগাছা উপজেলায় নির্বাচিত চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলাম পেয়েছেন (আনারস) ৪০ হাজার ৬৪৩, ভাইস চেয়ারম্যান পদে সাংবাদিক সৈয়দ ইমরানুর রশীদ (চশমা) ৪১ হাজার ১৪৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন সুলতানা (কলস) পেয়েছেন ২৪ হাজার ৪৬৭ ভোট।

চৌগাছা উপজেলা থেকে এসএম হাবিবুর রহমান হাবিব (আনারস) ৩৩ হাজার ৫৬৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা খাতুন (হাঁস) ২৬ হাজার ৬০ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

যশোরের তিন উপজেলা থেকে চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বেসরকারিভাবে ঘোষণা করা ফলাফলে দেখা গেছে, সকল প্রার্থীর চেয়ে সবচেয়ে বেশি ভোটে জয়ী হয়েছেন শামীমা খাতুন সালমা।

শামীমা খাতুন সালমার স্বামী তারিকুল আলম তুহিনও জনপ্রিয় মানুষ ছিলেন। তার স্ত্রী হিসেবে শার্শাবাসী তাকে বড় জয় উপহার দিয়েছেন।

সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত শামীমা খাতুন সালমা জানান, সাধারণ মানুষ আমাকে এতোটা ভালোবাসেন তা নির্বাচন না করলে বুঝতে পারতাম না। তিনি জনপ্রিয় সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিনসহ শার্শাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শামীমা খাতুন সালমা আরও জানান, জনগণের সহানুভূতি ও ভালবাসায় বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। সাধ্যমত জনগণকে সাথে নিয়ে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর