সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন

যশোরের শার্শার দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

রিপোর্টারের নাম : / ৫৭ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১ জুলাই, ২০২৪

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :- ইয়াবা মামলায় যশোরের শার্শার দুই মাদক ব্যবসায়ীকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। সাজাপ্রাপ্ত আসামিরা হলো শার্শার কালিয়ানী গ্রামের আতাউল হক আতালের ছেলে হাসান ও মৃত করিম বক্সের ছেলে আব্দুল হামিদ। রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন এক রায়ে এ আদেশ দিয়েছেন।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৭ সালের ২০ মে শার্শা থানা পুলিশ কালিয়ানী গ্রামে অভিযান চালায়। এসময় জনৈক কবির হোসেনের চায়ের দোকানের সামনে থেকে হাসান ও হামিদকে আটক এবং তাদের কাছ থেকে ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই শেখ সুজাত আলী শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এ মামলার সাক্ষী গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের প্রত্যেককে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৫ মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত দুইজন কারাগারে আটক আছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর