সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন

বাজেট সহায়তায় ৪০ কোটি ডলার দিল এআইআইবি

রিপোর্টারের নাম : / ৪০ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

বাজেট সহায়তা হিসেবে বাংলাদেশকে ৪০ কোটি ডলার দিয়েছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। প্রতি ডলার সমান ১১৭ টাকা ১১ পয়সা হিসেবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪ হাজার ৬৮৪ কোটি টাকা।

ক্লাইমেট রেজিলেন্ট হয়। ইনক্লুসিভ ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় সংস্থাটি এ ঋণ দিয়েছে। গতকাল অর্থনৈতিক সম্পর্ক বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ জন্য একটি চুক্তিও স্বাক্ষরিত বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডির অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ এবং এআইআইবির ভারপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট রাজাত মিশ্রা ঋণচুক্তিতে স্বাক্ষর করেন। এ ঋণ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় মজবুত ভিত্তি তৈরি করা ও অভিযোজনের মাত্রা বৃদ্ধি করা।

একই সঙ্গে জলবায়ুভিত্তিক টেকসই উন্নয়নে সহায়তা দেওয়া, জলবায়ু সহনশীলতা বৃদ্ধির মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির মাত্রা ও প্রভাব হ্রাস, গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাস এবং দেশের অর্থনীতিকে জলবায়ুভিত্তিক নিম্ন কার্বন অর্থনীতিতে রূপান্তর করাই এই ঋণপ্রকল্পের উদ্দেশ্য। এআইআইবি থেকে গৃহীত এ ঋণ পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে পরিশোধযোগ্য। ঋণের সুদের হার হিসেবে এককালীন ০ দশমিক ২৫ শতাংশ পরিশোধ করা হবে। এই ঋণের অর্থ সরাসরি বৈদেশিক মুদ্রার রিজার্ভের সঙ্গে যোগ হবে। এতে রিজার্ভ শক্তিশালী হবে বলে মনে করে ইআরডি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর