শিরোনামঃ
কাপাসিয়ায় আন্দোলন কারীদের সঙ্গে ধাওয়া পাল্টা, আলীগ অফিসে অগ্নিসংযোগ
নিজস্ব সংবাদদাতা
গাজীপুরের কাপাসিয়া আওয়ামীলীগের নেতা কর্মীদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলনকারীরা আ.লীগ অফিসে আগুন ধরিয়ে দেয়। এছাড়াও তরগাও মোড়ে ফায়ার সার্ভিসের অফিসের সামনে সড়কে রাখা একটি বাইক আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে।
আজ রোববার সকাল ১০টার দিক থেকেই ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কের কাপাসিয়া তাজউদ্দীন আহমদ চত্তরের আশ পাশ এলাকায় এসব ঘটনা ঘটে।
কাপাসিয়া ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার সজিব মিয়া এসব তথ্য জানান।
দেখা গেছে, সকাল ১১টার দিকে ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কের ফকির মজনু শাহ সেতুতে আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের একটি মিছিল আসতে থাকে এবং আন্দোলনকারীদের ধাওয়া দেয়। কয়েক মিনিটের মধ্যেই আন্দোলনকারীরা পাল্টা ধাওয়া দিলে আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা সেখান থেকে পিছু হটে।
দুপুর সাড়ে ১২ টার দিকে কাপাসিয়া বাজারের শতাধিক দোকান পাঠ বন্ধ করে ব্যবসায়ীদের বাজার থেকে দৌড়ে চলে যেতে দেখা গেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের একদফা দাবি ঘোষণা করে আজ থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কাপাসিয়া থানার ওসি আবু বকর মিয়াকে ফোন দিলে ফোন ধরেননি।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর