জিএমপি গাছা থানায় শেখ হাসিনাসহ ১১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা
গাজীপুর জেলা সংবাদদাতা: গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হকার আরিফ নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আকম মোজাম্মেলহক, সাবেক স্বরাস্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক এমপি জাহিদ আহসান রাসেলসহ ১১৫ জনের নামে এবং তাদের সহযোগী আওয়ামী লীগের অজ্ঞাতনামা আরোও ১০০/১৩০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
আজ সকালে গাজীপুর মেট্রোপলিটন গাছা থানায় মামলাটি রুজু হয়।
বাদী নিহতের বাবা রজব মিয়া মামলায় উল্লেখ করেন, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালসহ ৬ জনের নির্দেশ অনুযায়ী গত ২০ জুলাই সকাল পৌনে ১০টার দিকে ঢাকা—ময়মনসিংহ সড়কের বোর্ড বাজার এলাকায় আন্দোলনকারী ছাত্র জনতার উপর হামলা করা হলে আরিফ গুলিবিদ্ধ হয়ে মারা যান।
মামলার বাদী হয়েছেন নিহত আফিফের বাবা রজব আলী
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিয়াউল হাসান এ তথ্য নিশ্চিত করেন।