কাজিপুরে কৃষি প্রদোনা বিতরণ
সিরাজগঞ্জের কাজিপুরে ২০২৪-২০২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২৯০ জন প্রান্তিক কৃষকের মাঝে সরকারী কৃষি প্রনোদনা হিসেবে মাসকলাই বীজ-সার বিতরণ উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার। বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর সকালে উপজেলা কৃষি দপ্তর থেকে তালিকাভূক্ত প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ শুরু করা হয়। প্রনোদনায় প্রতি কৃষককে ৫ কেজি মাশকলাইয়ের বিজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল আহমেদ ও ইলোরা রাণী প্রমূখ।