সরগম সংগীত একাডেমী’র ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ
শার্শা উপজেলা বেনাপোল সীমান্তবর্তী বেনাপোল পৌর এলাকায় গড়ে ওঠা দেশের প্রাচীনতম এবং ঐতিহ্যমণ্ডিত সরগম সংগীত একাডেমী’র আজ ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হলো।
সোমবার(২১ অক্টোবর) বিকালে এ উপলক্ষ্যে সরগম সংগীত একাডেমী ও পাঠাগার’র পক্ষ থেকে এক “বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান” এর আয়োজন করা হয়। শোভাযাত্রায় অংশ নেন একাডেমী’র শিল্পি এবং কলাকৌশলীবৃন্দ।
শোভাযাত্রাটি বেনাপোল বন্দর এলাকা হয়ে বেনাপোল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বেনাপোল স্থলবন্দরের ১নংগেইটের সম্মুখ ভাগে বেনাপোল-যশোর মহাসড়ক সংলগ্নে অবস্থিত “সরগম সংগীত একাডেমী” প্রাঙ্গণে এসে শেষ হয়।
সন্ধ্যা নামার সাথে সাথেই প্রতিষ্ঠা বার্ষিকী স্মরণে একাডেমী প্রাঙ্গণে শিল্পিদের গাণে গাণে মুখরিত হয়ে ওঠে একাডেমী ভবন। আনন্দ উপভোগ করেন শিল্পি,কলাকৌশলী এবং উপস্থিত সংগীত প্রিয় মানুষ।
এর আগে,সাংস্কৃতিক আলোচনা মঞ্চে শুভেচ্ছা বক্তব্য রাখেন-সরগম সংগীত একাডেমী’র প্রতিষ্ঠাতা সদস্য মো.মোস্তাফিজ্জোহা সেলিম (শার্শা যুবদল আহবায়ক) রাশেদুর রহমান রাশু,জিএম আশরাফ,জাকির হোসেন,সংগীত শিল্পি-রিপন,জাকির সহ অন্যান্য শিল্পিবৃন্দ।