বশেমুরকৃবিতে শিক্ষক সমিতি নির্বাচন-সভাপতি ড.মোঃ আবু আশরাফ খান সম্পাদক ড.মোঃ মসিউল ইসলাম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) শিক্ষক সমিতি ২০২৫ এর নির্বাচনে উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোঃ আবু আশরাফ খান সভাপতি ও কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম সাধারণ
সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
শিক্ষক সমিতির অন্যান্য পদে নির্বাচিতগণ হলেন সহ-সভাপতি পদে কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী ও কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোঃ আহসানুল হক,কোষাধ্যক্ষ পদে অ্যাকোয়াকালচার বিভাগের প্রফেসর ড. মোঃ আমজাদ হোসেন, যুগ্ম সম্পাদক পদে কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউদ্দিন কামাল, সাংগঠনিক সম্পাদক পদে কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান, দফতর সম্পাদক পদে এগ্রো-প্রসেসিং বিভাগের প্রফেসর ড. মোঃ এমদাদুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ফিশারিজ টেকনোলজি বিভাগের প্রভাষক মোঃ আপন দুলাল, গবেষণা সম্পাদক পদে কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রফেসর ড. শেখ শামীম হাসান এবং সদস্য পদে নির্বাচিত হয়েছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ ইউনুছ মিঞা ও প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ মঞ্জুরুল হক, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম ও প্যাথবায়োলজি বিভাগের প্রফেসর ড. মোঃ গোলাম হায়দার।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, শিক্ষকদের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠা এবং একটি বৈষম্যহীন বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সকলের সক্রিয় সহযোগিতার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।