রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত হলেন সা’দ পন্থী আলেম মুফতি জিয়া বিন কাশেম সিরাজগঞ্জের সলঙ্গায় হত্যার চেষ্টা মামলার প্রধান আসামী গ্রেফতার কোনাবাড়ীতে বিভিন্ন দাবি নিয়ে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, কর্মবিরতী সিরাজগঞ্জের সলঙ্গায় এরান্দহ পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু শ্রমিকের আত্মহত্যা কারখানা কর্তৃপক্ষের শোক দুই কর্মকর্তা অব্যাহতি ডা. শফিকুর রহমান যারা দেশকে ভালবাসে তারা কখনও দেশ ছেড়ে পালায় না! যশোরে কলেজ ছাত্রীকে ধর্ষনের অভিযোগে কলেজ ছাত্র আটক ভাঙ্গুড়ায় ৯ম শ্রেণীর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার উল্লাপাড়ায় ট্রাক ও মাইক্রোবাস সংর্ঘষে নিহত ২ জন আহত ১ চরবাসীর দুঃখ ঘোচাতে অনবদ্য ছুটে চলছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা

ডুয়েটে টেকনিক্যাল সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুর জেলা সংবাদদাতা / ৪০ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ চ্যালেঞ্জিং ফ্যাক্টরস্ ফর সিনথেটিক লিকুইড প্রোডাকশন ফ্রম গ্রীনহাউস গ্যাস’ বিষয়ক সেমিনার এবং ‘হরিজনস্ ইন কমপ্রিহেন্সিভ রিসার্চ, ইমপ্লিমেনটেশন অ্যান্ড পাবলিকেশন’ বিষয়ক কর্মশালা গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ সেমিনার ও কর্মশালাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার।

সেমিনার ও কর্মশালাটিতে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর কেমিক্যাল সিস্টেম ইঞ্জিনিয়ারিং বিভাগের ফ্যাকাল্টি ড. মো.
শাহজাহান কুতুবী।

সেমিনার এবং কর্মশালাটির প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন নতুন বছরের শুরুতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের পরবর্তী নতুন এই বাংলাদেশের অগ্রযাত্রায় শিক্ষার্থীদের অতুলনীয় অবদান ও প্রেরণাকে কাজে লাগিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে আমরা সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রাণের এই ডুয়েটকে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবো। এজন্য শিক্ষা, গবেষণা, প্রকাশনার ক্ষেত্রে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে ডুয়েটকে বিশ্বমানের একটি শীর্ষস্থানীয় অবস্থানে নিয়ে যেতে আমরা কাজ করছি। ডুয়েটের সকল শিক্ষক ও শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী একই পরিবার হিসেবে আমরা সকলে একযোগে কাজ করে শিক্ষা, গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রে উদাহরণ সৃষ্টি করবো। তিনি এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, এই ধরনের সেমিনার এবং কর্মশালা বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে ডুয়েটের অবস্থান সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও
শিক্ষার্থীদের নিয়ে এই ধরনের সেমিনার এবং কর্মশালা আয়োজনের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ ও আইকিউএসি-কে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন,তত্ত্বীয় ও প্রায়োগিক ক্ষেত্রে সমন্বয় সাধনের জন্য এ ধরনের সেমিনার বা কর্মশালা অত্যন্ত জরুরি। গবেষণা ও প্রকাশনায় এগিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের দেশে-বিদেশে গবেষণাধর্মী কার্যক্রমে অংশগ্রহণ ও বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ইন্ডাস্ট্রিগুলোর সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে কাজ করার প্রতি গুরুত্ব দিতে হবে।’

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জনাব সাইফুল্লাহ মাহমুদের সঞ্চালনায় উক্ত সেমিনার এবং কর্মশালাটিতে বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগ,ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর