বেনাপোলে “শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ” এর জরুরী সভা অনুষ্ঠিত
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : শিক্ষা সফর কর্মসূচি এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়াদি নিয়ে বেনাপোলে “শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ” এর এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১১ জানুয়ারী) বিকাল ৪টার দিকে বেনাপোল রেল স্টেশন সংলগ্ন “মুক্তিযোদ্ধা কমপ্লেক্স” ভবনের ২য় তলায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি,সময় টিভি’র বেনাপোল প্রতিনিধি-মো.আজিজুল হক এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক,আনন্দ টিভি’র প্রতিনিধি-মো.আইয়ুব হোসেন পক্ষী।
জরুরী এ বৈঠকে অংশ নেন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং প্রতিনিধিবৃন্দ।