ইজতেমা ময়দানে চলছে হেদায়েতি বয়ান,আখেরী মোনাজাত দুপুর ১২ টায়
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2025/02/IMG-20250131-WA0037-700x390.jpg)
গাজীপুরের টঙ্গী তুরাগ নদের তীরে ৫৮ তম বিশ্ব ইজতেমা ময়দানে চলছে হেদায়াতি বয়ান। আজ দুপুর ১২ টায় আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে প্রথম পর্বের দ্বিতীয় ধাপ।
হেদায়েতি বয়ান করছেন ভারতের মাওলানা আব্দুর রহমান। বাংলায় তরজমা করছেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন।
বিষয়টি নিশ্চিত করেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক মোঃ হাবিবুল্লাহ রায়হান।
তিনি বলেন,এই বয়ানের পরে নসিয়ত মূলক বক্তব্য পেশ করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেউলা। এর অনুবাদ করবেন বাংলাদেশের শুরায়ে নেজামের শীর্ষ মুরব্বি মাওলানা জুবায়ের ।
এর আগে বাদ ফজর বয়ান করেন- ব্যাঙ্গালোর (ভারত) এর তাবলীগের শীর্ষ মুরুব্বী ফারুক । তার তরজমা (অনুবাদ) করেন মুফতি আমানুল হক ।