কুড়িগ্রামে ওয়ার্ল্ড ভিশন এর আয়োজনে ধর্মীয় নেতাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2025/02/Messenger_creation_603968602452240-700x390.jpeg)
শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মোকাবেলার জন্য বিশেষ ভাবে তৈরি সামাজিক যোগাযোগ কৌশল সম্পর্কে ধর্মীয় নেতাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ চলমান রয়েছে।
১২ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি মোট ৩ দিন ব্যাপী সদর উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে ইউনিসেফ এর অর্থায়নে এসবিসি প্রকল্পের আয়োজনে এ প্রশিক্ষণ ব্যবস্থা করা হয়।
শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মোকাবেলার জন্য বিশেষ ভাবে তৈরি সামাজিক যোগাযোগ কৌশল সম্পর্কে ধর্মীয় নেতাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন।
আরো উপস্থিত ছিলেন কমিউনিটি ফেসিলেটেটর বাবুল চন্দ্র রায়, রোকন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম পৌরসভার ১নং ও ৩নং ওয়ার্ডের নিকাহ রেজিস্টার হাফেজ মোঃ ইউনুছ আলী, ভোগডাঙ্গা মোল্লাপাড়া জামে মসজিদের ইমাম রাইমুল ইসলাম নোমান, ভোগডাঙ্গা দেওয়ানের খামার জামে মসজিদের ইমাম তাজুল ইসলাম, কুড়িগ্রাম সদরের পরিচর্যা ব্যাপ্টিস্ট পাস্টার লুইস বিশ্বাস প্রমুখ।
প্রশিক্ষণ টি সঞ্চালনায় ছিলেন, এসবিসি প্রজেক্ট এর প্রজেক্ট অফিসার ও কুড়িগ্রাম এপি’র মারিও মার্ডি -প্রোগ্রাম অফিসার জেমস উজ্জ্বল শিকদার।
প্রশিক্ষণে সদরের ১৮জন ইমাম, ১ জন কাজী ও খ্রিস্টান ধর্মাবলম্বী ১ জন অংশগ্রহণ করেছেন।