মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন

কাজিপুরে দুর্গম চরাঞ্চল থেকে যুবলীগ নেতার মৃতদেহ উদ্ধার 

রিপোর্টারের নাম : / ১৫৫৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জ জেলার কাজিপুরের যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের তারাকান্দি গ্ৰামের বাথান বাড়ির একটি বসত ঘর থেকে ইউসুফ আলী স্বপন (৪০) নামের এক যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত স্বপন উপজেলার বীর শুভগাছা গ্ৰামের ইমান আলী খানের ছেলে।তিনি শুভগাছা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। শুক্রবার দুপুরে থানা পুলিশ ওই লাশ উদ্ধার করেছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত একমাস যাবত স্বপন একা  দুর্গম চরাঞ্চলের  ওই বাথান বাড়ি অবস্থান করে গরু, ঘোড়া, ছাগল দেখাশোনো করতেন।ওই বাথানের মালিক নিহত স্বপনের বন্ধু সারজিল সম্পদ সিরাজগঞ্জ শহড়ে বসবাস করেন।

সপন প্রতি বুধবার বাড়িতে এসে স্ত্রী সন্তানদের জন্যে বাজার করে দিয়ে আবার চলে যেতেন। স্বপনের স্ত্রীর দাবী গত বুধবার থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। স্থানীয় সূত্রে জানা যায়, মৃতদেহ ফুলে গেছে, এবং মাথার চুল উঠে যাচ্ছে, মুখ বিকৃত হয়ে গেছে, বাথানের গরু, ভেড়া, ঘোড়া সব ঠিক আছে। বাথানবাড়িটি যমুনা নদীর দুর্গম ও নির্জন চরাঞ্চলে এবং এর আশেপাশে প্রায় ১ বর্গ মাইলের মধ্যে কোনো বসতি নেই। এছাড়া শুভগাছা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ততা থাকায় স্বপনের রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, লাশ অনেকটাই পঁচে গেছে। দেখে প্রাথমিকভাবে মনে হয়েছে হয়তো স্বাভাবিক মৃত্যুই হয়েছে।লাশ উদ্ধার করা হয়েছে। পোস্টমর্টেমের জন্যে সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর