গাজীপুরস্থ বরিশাল একতা ক্লাবের আত্ম প্রকাশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রায় এক হাজার সদস্য নিয়ে গাজীপুরস্থ বরিশাল একতা ক্লাবের আত্ম প্রকাশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকালে গাজীপুর নগরের কোনাবাড়ী মেঘের ছায়া রিসোর্টের হল রুমে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল একতা ক্লাবের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে আহবায়ক সদস্য মোঃ মিজানুর রহমান সাগরের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন কোনাবাড়ী থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুজ্জামান রফিক, কোনাবাড়ী পপুলার হসপিটাল এর পরিচালক কাজী নজরুল ইসলাম, কোনাবাড়ী থানা বি.সি.ডি এস এর সভাপতি মোঃ আখ-তার উজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা নবগঠিত বরিশাল একতা ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বরিশাল একতা ক্লাবের সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম বলেন,এটি একটি অরাজনৈতিক সংগঠন। আমাদের মূল উদ্দেশ্য ও লক্ষ অসহায় ও দুস্তদের সেবা করা। এছাড়াও বরিশাল একতা ক্লাবের যে কোন সদস্যের বিপদে আপদে পাশে থাকবে এই
মানবিক সংগঠন।
আত্ম প্রকাশ ও পরিচিতি সভা অনুষ্ঠান যেন সদস্যদের আগমনে মিলন মেলায় পরিণিত হয়েছে। অনেকেই আবার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে এসেছেন। গাজীপুর হয়ে উঠেছে যেন একখন্ড বরিশাল।