মে দিবসে একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের সেবা প্রদান

এস আর শাহ্ আলম স্টাফ রিপোর্টার: মে দিবস উপলক্ষে পাবনার বেড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন “একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন ” সাধারণ পথচারী এবং রিক্সা – ভ্যান চালকদের মাঝে ঠান্ডা পানিও স্যালাইন বিতরণ করেছে। সংগঠনের তরুণ স্বেচ্ছাসেবীরা এই কার্যক্রম পরিচালনা করেন।
আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বেড়া সরকারি ডিগ্রী কলেজ সংলগ্ন এলাকায় উক্ত সংগঠনের কার্যক্রম চলে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো.রাসেদ হোসেন বলেন ,মে দিবস শুধু বক্তৃতা এবং র্যালির মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে এই দিবসের প্রকৃত মর্যাদা।
কাঠফাটা প্রখর রোদে শ্রমজীবি মানুষ ক্লান্ত হয়ে পড়েন, তাঁদের মুখে একটু প্রশান্তির জন্য আমাদের এই ক্ষুদ্র আয়োজন। ক্রমাগত “একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন ” মানব সেবায় নিয়োজিত থাকবে।
পথচারী শ্রমজীবীদের হাতে পৌঁছে দেওয়া হয় এক বোতল ঠান্ডা পানি এক প্যাকেট ওরস্যালাইন—যা প্রচণ্ড গরমে হয়ে উঠেছে যেন এক ফোঁটা প্রশান্তির জল। রিক্সা চালক ইয়াকুব বলেন, “রোদে রিক্সা চালাইয়া গা পুইড়া যায়, আজ একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ঠান্ডা পানি এবং স্যালাইন পান করে হৃদয় শীতল হয়ে গেল।সরেজমিনে দেখা যায় , মানবিক এই কর্মকাণ্ডকে ঘিরে স্থানীয় এবং পথচারীদের মাঝে প্রশংসার জোয়ার বইছে।