শনিবার, ২৪ মে ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সলঙ্গায় আরাফাত নামে এক যুবকের মরদেহ উদ্ধার পুলিশের সঙ্গে জনগণের সুসম্পর্ক গড়ে উঠলে তারা পুলিশি কাজে সহযোগিতা করবে,ওসি আব্দুল হালিম ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও জরিমানা  মোগলহাট ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা সভা সিরাজগঞ্জের সলঙ্গায় শফি চেয়াম্যানের মৃত্যু  গাজীপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ বন বিভাগের বাগান মালি হাসেম আলীর বিরুদ্ধে সিরাজগঞ্জে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটে তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি কোনাবাড়ীতে শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় সিএনজি চালক গ্রেফতার

পুলিশের সঙ্গে জনগণের সুসম্পর্ক গড়ে উঠলে তারা পুলিশি কাজে সহযোগিতা করবে,ওসি আব্দুল হালিম

নিজস্ব প্রতিবেদক / ৩২ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

গাজীপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ থানা জয়দেবপুর, যেখানে আইনশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে দায়িত্ব পালন করছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নিষ্ঠা, পেশাদারিত্ব ও মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার উদ্যোগ ও কার্যক্রম এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার করেছে এবং তিনি জনগণের ভালোবাসা ও আস্থা অর্জনে সক্ষম হয়েছেন।

জানা যায়, ওসি আব্দুল হালিমের নেতৃত্বে থানার সার্বিক কার্যক্রমে এসেছে শৃঙ্খলা ও গতিশীলতা। অপরাধ দমন, মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে তার অবদান স্থানীয়দের কাছ থেকে ব্যাপক প্রশংসা পাচ্ছে। জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ ও অংশীদারিত্বের ভিত্তিতে তিনি গড়ে তুলেছেন একটি আস্থাভাজন ও জনবান্ধব পুলিশিং ব্যবস্থা, যা এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখছে।

থানা সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও সক্রিয় ওসি হালিম। প্রতিদিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি নিয়মিত জঙ্গিবাদ, নারী নির্যাতন, মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা ও উঠান বৈঠকের আয়োজন করছেন। এসব আয়োজনে স্থানীয়দের আইন সম্পর্কে সচেতন করা হচ্ছে এবং অপরাধ দমনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হচ্ছে।

চলতি মাসেই তিনি বিশটিরও অধিক বিট পুলিশিং সভা ও উঠান বৈঠক করেছেন, যা জনসচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রেখেছে বলে এলাকাবাসী মনে করেন।

জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বলেন, “পুলিশের সঙ্গে জনগণের সুসম্পর্ক গড়ে উঠলে তারা পুলিশি কাজে সহযোগিতা করবে, যা আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তার নেতৃত্বে জয়দেবপুর থানা এখন আরও নিরাপদ ও সুশৃঙ্খল। সমাজে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে ওসি হালিমের অবদান এলাকাবাসীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর