বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন

কোনাবাড়ীতে মোবাইল চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার-৩

নিজস্ব প্রতিবেদক / ১৭১ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৬ মে, ২০২৫

গাজীপুরের কোনাবাড়ীতে মোবাইল চোর সন্দেহ জুয়েল তালুকদার নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহউদ্দিন। তিনি বলেন,কোনাবাড়ীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার রতনপুর গ্রামের মৃত আব্দুল হাই আকন্দের ছেলে মোঃ রফিকুল ইসলাম রনি (৪২), রফিকুল ইসলাম এর স্ত্রী মোছাঃ ছালমা (৩৭) এবং মহানগরের কোনাবাড়ী হরিণাচালা এলাকার মৃত মেহের আলীর ছেলে এস এম রফিকুল ইসলাম (৬০)।

পুলিশ জানায় ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে তাদেরকে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল দুপুর সাড়ে ১২ টার সময় মহানগরের কোনাবাড়ী পারিজাত এলাকায় মোবাইল ফোন চোর সন্দেহে জুয়েল তালুকদার ও আব্দুল হককে ডেকে নিয়ে বেধড়ক মারপিট করে। এতে ঘটনাস্থলেই মারা যায় জুয়েল তালুকদার। মুমূর্ষ অবস্থায় আব্দুল হককে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো। এতে নিহতের বড় ভাই আজাদ তালুকদার (৫৪) বাদী হয়ে কোনবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর