রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন

অফিস-ব্যাংক পাড়া স্বাভাবিক ১১ দিন পর

রিপোর্টারের নাম : / ৩০ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতিতে তিন দিন সাধারণ ছুটি ও পাঁচ দিন সীমিত সময়ে অফিস ও ব্যাংকের কার্যক্রম চলার পর গতকাল থেকে আবারও পুরোদমে চালু হয়েছে অফিস-আদালত। দীর্ঘদিন ধরে পড়ে থাকা কাজ শেষ করতে গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন ব্যাংক, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসগুলোতে মানুষের ভিড় দেখা গেছে।

তিন দিন দরপতনের পর গতকাল শেয়ারবাজারেও বেড়েছে লেনদেন। কারফিউ শিথিলের সময়সীমা বৃদ্ধি ও পুরোদমে অফিস-আদালতের কার্যক্রম শুরু হওয়ায় অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে পরিস্থিতি। ১৪ দিন বন্ধ থাকার পর আজ থেকে স্বল্প দূরত্বে শুরু হচ্ছে যাত্রীবাহী ট্রেন চলাচল। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা-সংঘাত ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। পরে ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ২৪ থেকে ৩০ জুলাই পর্যন্ত কর্মঘণ্টা কমিয়ে চলে বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস ও ব্যাংক। গতকাল থেকে আবারও সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত অফিস কার্যক্রম শুরু হয়েছে। আগের নিয়মেই সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হয়েছে।

গতকাল সকাল থেকে রাত অবধি রাজধানী ঢাকাকে আগের রূপেই দেখা গেছে। দিনভর সড়কে ছিল যানজট। ফুটপাতে ছিল প্রচুর হকারের উপস্থিতি। সকালেই খুলে যায় রাজধানীর অধিকাংশ দোকানপাট-বিপণিবিতান। তবে ঝুঁকি বিবেচনায় এখনো পুরোপুরি তুলে নেওয়া হয়নি কারফিউ। দেশের অধিকাংশ এলাকায় রাতে কারফিউ জারি থাকছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় গতকাল বুধবার থেকে শনিবার পর্যন্ত সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৩ ঘণ্টা কারফিউ শিথিল থাকছে। আগের তিন দিন ১১ ঘণ্টা করে কারফিউ শিথিল ছিল এই চার জেলায়। অন্যান্য জেলায় সংশ্লিষ্ট জেলা প্রশাসন কারফিউয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছেন। আমাদের সংবাদকর্মীদের পাঠানো তথ্যানুযায়ী, খুলনা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, মেহেরপুর ও বাগেরহাটে কারফিউ শিথিলের সময় সকাল ৬টা থেকে রাত ১০টা। কুষ্টিয়ায় সকাল ৭টা থেকে রাত ১০টা, যশোর ও সাতক্ষীরায় সকাল ৬টা থেকে রাত ৯টা। সিলেটে কারফিউ শিথিলের সময় আজ আরও এক ঘণ্টা বাড়িয়ে সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত করা হয়েছে। গতকাল বুধবার কারফিউ না থাকায় সকাল থেকে নগরীতে যান চলাচল ছিল স্বাভাবিক।

দুপুরের দিকে নগরীর জিন্দাবাজার, কোর্ট পয়েন্ট, বন্দরবাজার ও আম্বরখানাসহ ব্যস্ততম পয়েন্টে যানজট দেখা গেছে। সকাল থেকে রাত ৮টা পর্যন্ত নগরীর সব বিপণিবিতান খোলা ছিল। বরিশাল বিভাগের ছয় জেলাসহ নগরে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। আজ বৃহস্পতিবার রংপুর বিভাগের পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুর জেলায় সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। রাজশাহীতে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত, চাঁপাইনবাবগঞ্জে সকাল ৬টা থেকে রাত ৮টা, নাটোরে ভোর ৬টা থেকে রাত ১০টা, পাবনায় ভোর ৫টা থেকে রাত ১০টা, বগুড়ায় সকাল ৬টা থেকে রাত ১০টা, জয়পুরহাটে সকাল ৬টা থেকে রাত ১০টা, নওগাঁয় সকাল ৬টা থেকে রাত ১০টা এবং সিরাজগঞ্জে সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

ময়মনসিংহ ও শেরপুরে সকাল ৬টা থেকে রাত ১০টা, নেত্রকোনায় সকাল ৬টা থেকে রাত ৯টা ও জামালপুরে সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল রাখা হয়েছে। জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সেনা টহল অব্যাহত রয়েছে। কাউকে সন্দেহ হলেই চালানো হচ্ছে তল্লাশি। রাতে কারফিউ বলবৎ থাকছে দেশের অধিকাংশ ঝুঁকিপূর্ণ এলাকায়। গতকাল রাত ৮টার পর ফের কারফিউ শুরু হলে রাজধানীর বিভিন্ন মোড়ে, সড়কে ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনা সদস্যদের টহল দিতে দেখা যায়। এ সময় কাউকে সন্দেহ হলে তল্লাশি করা হয়। কোথাও জটলা দেখলে সরিয়ে দেওয়া হয়।

নৌবাহিনীর ত্রাণ বিতরণ : দেশব্যাপী উদ্ভূত পরিস্থিতিতে সবচেয়ে বিপাকে পড়েছে দরিদ্র ও কম আয়ের মানুষ। এমন পরিস্থিতিতে গত ২৭ জুলাই থেকে বাংলাদেশ নৌবাহিনী পরিবারকল্যাণ সংঘের তত্ত্বাবধানে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছে নৌবাহিনী। ঢাকা, চট্টগ্রাম, খুলনা নৌ-অঞ্চলে প্রতিদিন কয়েক হাজার পরিবারের মাঝে চাল, ডাল, আটা, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হচ্ছে।

আজ থেকে স্বল্প দূরত্বে চলবে ট্রেন : কোটা আন্দোলন ঘিরে সহিংসতার জেরে ১৪ দিন বন্ধ থাকার পর আজ (১ আগস্ট) থেকে স্বল্প দূরত্বে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করবে। রেলওয়ের ঘোষণা অনুযায়ী, কারফিউ শিথিল থাকার সময়টাতে এসব মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করবে। পরিস্থিতি স্বাভাবিক মনে হলে দু-তিন দিন পর থেকে আন্তঃনগর ট্রেন চালু হবে। প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাতের কারণে ১৮ জুলাই দুপুর থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর