আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় করলেন হালিমুল হক মিরু
সিরাজগঞ্জ শাহজাদপুরের হাবিবুল্লাহনগর ইউনিয়নের ডায়া বাজারে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬সেপ্টেম্বর) বিকালে হাবিবুল্লাহনগর ইউনিয়নের ৫ ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য শফিকুল ইসলাম বাবু’র সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বীরমুক্তিযোদ্ধা হালিমুল হক মিরু।
প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা হালিমুল হক মিরু সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডসমূহ তুলে ধরে বলেন, বর্তমানে বাংলাদেশ যে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে, তার নেতৃত্বের মূলে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই উন্নয়ন অগ্রগতির এধারা অব্যাহত রাখতে আবারও নৌকা প্রতীককে জয়যুক্ত করতে হবে।
উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, হাবিবুল্লাহনগর ইউনিয়নের ১নং ইউপি সদস্য আব্দুল রাজ্জাক, ৫নং ইউপি সদস্য আব্দুল হালিম, ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক আব্দুস ছালাম, আইন বিষয়ক সম্পাদক সৈয়দ আলী, শ্রম বিষয়ক সম্পাদক মতিন প্রাং, কে.এম. ওসমান গনী, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ খোশাল আলী, ৫ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, ৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ আ’লীগের সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।