শিরোনামঃ
আগামী সেপ্টেম্বর থেকে বৃদ্ধি হওয়া নিটিং মজুরী বাস্তবায়ন করা হবে,সেলিম সারোয়ার
কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধিঃ
আগামী ১লা সেপ্টেম্বর (২০২৪ ইং) থেকে বৃদ্ধি হওয়া নিটিং মজুরী বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন এর সভাপতি মোঃ সেলিম সারোয়ার। শনিবার (২৪ আগস্ট) দুপুরে গাজীপুরের কোনাবাড়ী বিসিক শিল্প নগরীতে বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন এর আয়োজনে বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ নিটিং শিল্পকে সচল রাখার স্বার্থে নতুন নির্ধারিত নিটিং চার্জ যথাযথ ভাবে কার্যকর করার জন্য উভয় সংগঠনের সদস্যদের অনুরোধ জানান । এসময় তিনি সর্বনিম্ন উৎপাদন মজুরী তালিকা নিটিং মালিকদের সামনে উপস্থাপন করেন।
এসময় বক্তারা, দীর্ঘদিন পরে হলেও নিটিং মজুরী বৃদ্ধি হওয়ায় নিটিং শিল্প উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া নিটিং মজুরি বৃদ্ধির বিষয়টি দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।
সালিম নিট ফেবিক্স এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ বাবুল হোসেন এর সঞ্চালনায় একতা নিট ফেবিক্স এর চেয়ারম্যান মোঃ রায়হান উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন এর সভাপতি মোঃ সেলিম সারোয়ার।
এসময় মাশরিকি টেক্সটাইল এর এমডি হাসান হাফিজুর রহমান,আরশ নীট ফেবিক্স এর এমডি ইঞ্জিনিয়ার মেহেদী হাসান রিয়াদ,গালিব নিট এর এমডি আনোয়ার হোসেন, এস এম এস টাইমস এর এমডি মো: জাহাঙ্গীর আলম, লিংক ফুডনিট এর এমডি মো: এমারাত হোসেন, মৌসুমি নিট এর এমডি মো: মোশাররফ হোসেন সিনহা নিটওয়্যার
এর এমডি মো.শাহাদাৎ হোসেন উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর