আনন্দ টিভির শ্রেষ্ঠ প্রতিবেদক হিসেবে নির্বাচিত হলেন তাড়াশের সোহেল রানা সোহাগ
বেসরকারি জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভির কৃষি সংবাদের ক্যাটাগরিতে “শ্রেষ্ঠ প্রতিবেদক ” নির্বাচিত হয়েছেন আনন্দ টিভির চলনবিল প্রতিনিধি ও সিরাজগঞ্জের তাড়াশের সন্তান সোহেল রানা সোহাগ।
শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় আনন্দ টিভির প্রধান কার্যালয়ে আনন্দ টিভির চলনবিল প্রতিনিধি ও তরুন সাংবাদিক সোহেল রানা সোহাগের হাতে এই সম্মাননার স্বারক তুলে দেন আনন্দ টিভির এইচ আর এডমিন ও এজিএম জনাব মোঃ সাইফুল ইসলাম, বার্তা বিভাগের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ এবং নিউজ প্রেজেন্টার প্রিয় মোস্তফা কামাল তোহা , আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালকের ব্যক্তিগত সচিব জাহিদ হাসান সহ আনন্দ টিভির কর্মকর্তাবৃন্দ। ২০২২ সালে কৃষি ক্যাটগরী সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ তৈরি করায় তাকে এ সন্মাননা প্রদান করেন প্রতিষ্ঠানটি।
এ সময় আনন্দ টিভির এইচ আর এডমিন ও এজিএম মোঃ সাইফুল ইসলাম আগামীতে আরো দায়িত্বের সাথে সততা ও নিষ্ঠা নিয়ে কাজ করতে নির্দেশ প্রদান করেন।
এই অর্জনের বিষয়ে সোহেল রানা সোহাগ বলেন, এ অর্জন আমার একার নয়। আমার জন্মভূর্মি তাড়াশ ও চলনবিল বাসী বাসীর। এই শ্রেষ্ঠ প্রতিবেদকের সন্মাননা স্মারকটি অর্জনের পেছনের কারিগর আনন্দ টিভির
ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাস স্যার, এইচ আর এডমিন মোঃ সাইফুল ইসলাম স্যার, ন্যাশনাল ডেস্ক ইনচার্জ মোস্তফা কালাম তোহা ভাই, আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালকের ব্যক্তিগত সচিব জাহিদ হাসান ভাই সহ প্রতিষ্ঠানটির সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এটি আমার কাজের অনুপ্রেরণা জাগাবে। সেই সাথে সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।