শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিভাগীয় ন্যাশনাল ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন বেতাগীর খাইরুল ইসলাম মুন্না বেস্ট অর্গানাইজার এওয়ার্ড পেলেন আপেল রাজশাহীতে এনজিও ফেডারেশনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন টায়ার এর মধ্যে থেকে ফেনসিডিল উদ্ধার লাইট হাউজ এর উদ্দ্যেগে কুড়িগ্রামে দুযোর্গকালীন সময়ে নারী ও কিশোরীদের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক প্রশিক্ষণ ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো শিবরাম আদর্শ পাবলিক স্কুল কোনাবাড়ীতে আবাসিক হোটেলে পতিতাবৃত্তি বন্ধের দাবিতে মানববন্ধন গাকৃবিতে শহিদদের স্মরণ করে ২১শে ফেব্রুয়ারি পালিত কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন কোনাবাড়ী শাহীন ক্যাডেট স্কুল এন্ড কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

আসতে শুরু করেছে নেতা-কর্মীরা যশোর টাউন হলে

রিপোর্টারের নাম : / ২০ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি : অল্প কিছুক্ষণের মধ্যেই যশোরের টাউন হল মাঠে শুরু হতে যাচ্ছে বিএনপির বৃহৎ সমাবেশ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির দলীয় নেতাকর্মীদের অক্লান্ত প্রচেষ্টায় ইতোমধ্যে সমাবেশস্থল প্রস্তুত হয়ে গেছে।

বিভিন্ন উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা দলে দলে আসতে শুরু করেছেন।হাতে বিভিন্ন ধরনের ব্যানার ও ফেস্টুন নিয়ে হাজির হচ্ছেন তারা। স্লোগানে স্লোগানে কম্পিত হয়ে উঠছে শহরের বিভিন্ন এলাকা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খান বলেন, “৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এটিই আমাদের প্রথম সমাবেশ। আমরা গণতন্ত্রের পথে ফেরার আহ্বান জানাচ্ছি। জনগণের রায়ে জনগণের সরকার ক্ষমতায় আসুক, সেটাই আমাদের প্রত্যাশা।” জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা আমির ফয়সাল বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে ভোটাধিকারের দাবিতে লড়াই করছি।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সফল পরিণতিতে আমরা আজ গণতন্ত্রের পথে ফিরতে চাই। এই সমাবেশে দলের নেতা-কর্মীরা দারুণভাবে উজ্জীবিত।” জেলা ছাত্রদলের সম্পাদক কামরুজ্জামান বাপ্পী বলেন, “বিগত সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা আন্দোলন চালিয়ে গেছি। এবার মুক্ত বাতাসে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ছাত্রদল সর্বোচ্চ সংখ্যক কর্মী নিয়ে উপস্থিত থাকবে।” সমাবেশকে ঘিরে গোটা টাউনহল ময়দান সাজ সাজ রব।

বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা ব্যাপক প্রচার চালিয়েছেন, শহরের বিভিন্ন স্থানে মিছিল ও প্রচারপত্র বিলি করা হয়েছে। দলের পক্ষ থেকে আশা করা হচ্ছে, এই সমাবেশ গণজোয়ারের নতুন মাত্রা যোগ করবে এবং বৃহৎ জনসমুদ্রে রূপ নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর