উল্লাপাড়ার নাইমুড়িতে নির্বাচনী দায়িত্ব পালনকালে এক নারী আনসার সদস্যের মৃত্যু !
সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী দায়িত্ব পালন করতে এসে মোছাঃ সাহিদা খাতুন (৩৫) নামের এক নারী আনসার সদস্যের মৃত্যু হয়।
তিনি উপজেলার নাইমুড়ি কৃষান উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন। তিনি ব্রেইন স্টোক করে মারা যান বলে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ মুকুল হোসেন জানিয়েছেন ।
সাহিদা খাতুন উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া দক্ষিণপাড়া গ্রামের মোঃ সাকওয়াত হোসেনের স্ত্রী।
মুকুল হোসেন জানান, সোমবার (২০মে-২০২৪খ্রীঃ) বিকেলে ওই নারী আনসার সদস্য প্রিজাইডিং অফিসারের ভোটগ্রহণকারী দলের সাথে নাইমুড়ি কৃষাণ উচ্চ বিদ্যালয়ে যান। রাতে নিরাপত্তার দায়িত্ব পালন করেন তিনি।
মঙ্গলবার ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাহিদা। তাকে দ্রুত সিরাজগঞ্জ শহিদ এম. মনুসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক সাহিদা খাতুনকে মৃত ঘোষনা করেন।
উল্লাপাড়ার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা বলেন, ব্রেইন স্ট্রোক হয়ে সাহিদার মৃত্যু হয়েছে।