উল্লাপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষি অফিসের আয়োজনে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।
রবিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে কৃষি প্রনোদনা অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া-সলঙ্গা আসনের এমপি তানভীর ইমাম।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ৭০ জন প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি মাসকলাই, ১০কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এসময় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না,মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উল্লাপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল প্রমূখ।