মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে চাঞ্চল্যকর ডাকাতি ঘটনার রহস্য উদঘাটন!চার ডাকাত আটক উপজেলা পরিষদ চত্বরে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা উদ্বোধন ভূরুঙ্গামারীর সীমান্তে দু’দেশের সীমান্ত রেখার মসজিদের সামনে বিএসএফ’র সিসি ক্যামেরা ভাঙ্গুড়ায় সদর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল হাকিম কে বিদায় সংবর্ধনা প্রদান সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নে কৃষকদলের কৃষক সমাবেশ বশেমুরকৃবি’তে অ্যাক্রেডিটেশন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত বশেমুরকৃবি’তে অ্যাক্রেডিটেশন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত সলঙ্গা বাজারে যানজট নিরসনে গ্রাম পুলিশ নাগেশ্বরীতে ৪টি অবৈধ ইটভাটা বন্ধ করেছে প্রশাসন

কবরের ফাঁকা জায়গা জানা যাবে অ্যাপে

রিপোর্টারের নাম : / ৮৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১২ আগস্ট, ২০২৩

‘গ্রেভইয়ার্ড ম্যানেজমেন্ট ডিএনসিসি’ নামে একটি অ্যাপ গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। কবরস্থানে না গিয়েও সেবাগ্রহীতারা এই অ্যাপে প্রয়োজনীয় তথ্য দিয়ে মরদেহ দাফনের জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এছাড়া জানা যাবে কোথায় কবরের জায়গা ফাঁকা আছে।

স্মার্ট ডিজিটাল কবরস্থান ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় এমন একটি অ্যাপভিত্তিক সেবা এনেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। গত বৃহস্পতিবার গুলশানে ডিএনসিসির নগর ভবন থেকে এই অ্যাপটির উদ্বোধন করেছেন মেয়র আতিকুল ইসলাম।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথমে ছয়টি কবরস্থান এ অ্যাপ সিস্টেমের আওতায় আনা হয়েছে। আর এই কবরস্থানগুলো হলো—বনানী কবরস্থান, মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থান, রায়ের বাজার কবরস্থান, উত্তরা ৪ নম্বর সেক্টর কবরস্থান, উত্তরা ১২ নম্বর সেক্টর কবরস্থান ও উত্তরা ১৪ নম্বর সেক্টর বুদ্ধিজীবী কবরস্থান। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র মকবুল হোসাইন জানান, স্মার্ট কবরস্থান ম্যানেজমেন্ট সিস্টেমটি বাস্তবায়নে ডিএনসিসি ও আইসিডিডিআর’বি যৌথভাবে কাজ করেছে। এতে কারিগরি ও আর্থিক সহায়তা দিয়েছে আইসিডিডিআর’বি।

জানা গেছে, এই অ্যাপটিতে কবরস্থানে দাফনদের তথ্যভান্ডার থাকবে, পাশাপাশি দাফন সনদও সংগ্রহ করা যাবে। এছাড়া বহু পুরাতন কবরের অবস্থান কোথায় ছিল, কার নামে কোন জায়গায় কবর দেওয়া হয়েছিল, বর্তমানে কবর দেওয়ার জন্য কোথায় ফাঁকা জায়গা আছে, কোন পুরাতন কবরের ওপর নতুন কবর বসবে এ সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে।

অ্যাপটির উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র বলেন, এ পদ্ধতি চালু করতে অনেক চ্যালেঞ্জ ছিল। তা সত্ত্বেও  ম্যাপিংয়ের কাজ শুরু করা হয়েছে। পরে কবরস্থানে বড় বড় ডিজিটাল স্ক্রিন থাকবে, সেখানে মিলবে কবরের তথ্য। এগুলোকে ব্যবস্থাপনার মধ্যে আনতে কাজ চলছে। ঢাকা উত্তরের ছয়টি কবরস্থান ডিজিটালাইজেশন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর