কাজিপুরে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তারাকান্দি উচ্চ বিদ্যালয়ে অধ্যায়রত নিম্ন আয়ের ও অসচ্ছল পরিবারের বিভিন্ন শ্রেণীর ২৫ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে “এসো হাত বাড়িয়ে দেই” নামের সমাজ উন্নয়ন সংগঠন।
গত ২১ আগষ্ট বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সাজ্জাদুল ইসলাম তালুকদার। উপস্থিত ছিলেন, এয়ার কমডোর (অব) আল আমীন তালুকদার, ভারপ্রাপ্ত প্রধান এস এম গোলাম রব্বানী, জৈষ্ঠ্য শিক্ষক মাহবুবুর রহমান, পরিচালনা কমিটির সদস্য সোহেল রানাসহ শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলার শুভগাছা ইউনিয়নের তারাকান্দি গ্ৰামের আমেরিকা প্রবাসী ফরহাদ হোসেন তালুকদার বিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করার পাশাপাশি তার প্রতিষ্ঠিত “হাত বাড়িয়ে দাও” সমাজ উন্নয়ন সংগঠনের মাধ্যমে বিদ্যালয়ে অধ্যায়রত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে আসছেন।
এ বছর ষষ্ঠ শ্রেণীর ৬ জন, সপ্তম শ্রেণীর ৭ জন, ৮ম শ্রেণীর ৬ জন, নবম শ্রেণীর ৬ জন মোট ২৫ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করে। বৃত্তি প্রাপ্তরা বছরে দুইবারে মোট ৪৮ শত টাকা হারে পাবেন।