কাজিপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা অনুষ্ঠান
কাজিপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৩ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। শুক্রবার ৮ সেপ্টেম্বর সকালে দিবসটি পালনে বর্ণাঢ্য র্যালি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ইউএনও সুখময় সরকার। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি কাজী অনিক ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত (পিপিএম) প্রমূখ। সভায় জনপ্রতিনিধি, শিক্ষক, সরকারি চাকরিজীবীসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।