কাজিপুরে বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী ও তার দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে কাজিপুর উপজেলা বিএনপি।
দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ১৫ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে কাজিপুর পৌর মার্কেট চত্বরে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা। উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ প্রদর্শন শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ সালাম, সাংগঠনিক সম্পাদক নাছিরউদ্দিন রতন, মিজানুর রহমান বাবলু প্রমূখ। বক্তারা উপজেলার আইন শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের সহায়তা করার আহ্বান জানান।