কাজিপুরে বিনামূল্যে চক্ষু শিবির
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ৯৫ ফাউন্ডেশন কাজিপুর অসহায় দরিদ্রদের চক্ষু চিকিৎসা সেবা নিশ্চিত করতে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করেছে।
বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর শুভগাছা ইউনিয়ন পরিষদে আয়োজিত বিনামূল্যে চক্ষু শিবির শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন।
৯৫ ফাউন্ডেশনের সভাপতি আবু রায়হানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৯৫ ফাউন্ডেশন কাজিপুরের সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আল নোমান, শুভগাছা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, ৯৫ ফাউন্ডেশনের সহ-সভাপতি হাফিজুর রহমান, সোলায়মান হোসেন, শাব্বির আহমদ তামীম, সাধারণ সম্পাদক ছাব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক এসএম সারোয়ার আলম, সহযোগী প্রতিষ্ঠান অরবিট আই হাসপাতালের প্রধান নির্বাহী এএমআর মজুমদার। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।