বুধবার, ০৫ মার্চ ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অনবদ্য আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো ম্যানগ্রোভ হ্যাকাথনের ফাইনাল কাজিপুরে রমজানে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালত, ৬ জনের অর্থদন্ড  উল্লাপাড়ায় আওয়ামীলীগ নেতা আটক সুজানগরে ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের মারধর করলেন বিএনপির নেতারা যশোরের শার্শা মূল্য তালিকা না থাকায়’৪ দোকানদার কে জরিমানা ভাঙ্গুড়ায় মাসব্যাপী ইফতার আয়োজন গন অধিকার পরিষদের ভালুকায় পৈতৃক সম্পত্তি ভাগ বাটোয়ারার জের ধরে অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর  দূর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুর গাজীপুর নগরীতে গত ২৪ ঘন্টায় ডেবিল হান্ট অভিযানে গ্রেফতার-৫৮ ভাঙ্গুড়ায় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

কাজিপুরে ভূমিদস্যু ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে মানববন্ধন

কাাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ৫৫৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের গোয়ালবাথান গ্ৰামে জমি সংক্রান্ত বিরোধে ভূমিদস্যু, সন্ত্রাসী নজরুল ইসলাম মাস্টার তার সহযোগীদের গ্ৰেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। শুক্রবার ৭ সেপ্টেম্বর দুপুরে অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক নারী পুরুষসহ জনসাধারণ ব্যানার ও পোস্টার সহযোগে অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে ভুক্তভোগী মালেক মেম্বার, সোহেল রানা, সাবেক ইউপি সদস্য রজব, তেকানি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ বারী, মৃত আজিজলের ছেলে আঃ মালেক (৫০) আলতাব হোসেনের ছেলে ফিরোজ রায়হান (৩৮) এবং মনোয়ারুল ইসলাম (৪০) মৃত সোনাউল্লাহ ভুইয়ার ছেলে জয়নাল ভুইয়া (৬৫) সোহরাব আলী ভূঁইয়ার ছেলে সুরজ ভুইয়া (৪৫) সোহরাব শেখের ছেলে বিপ্লব (৪৪) জানান,

বর্তমান গোয়াল বাথান মৌজার ৫৪ একর জমির পত্তনী এবং পরবর্তীতে এসএ, আর এস রেকর্ড অনুযায়ী পূর্বপুরুষদের ওয়ারিশ হিসেবে ভোগদখল এবং খাজনা হালনাগাদ করে আসছি। সম্প্রতি ২০০২-৩ ইং সালে ডিয়ারা জরিপ চলাকালীন গোয়ালবাথান গ্ৰামের আমির হোসেনের ছেলে নজরুল ইসলাম অনৈতিক প্রভাব খাটিয়ে নিজের ও আত্মীয়স্বজনের নাম অন্তর্ভুক্ত করে নেয়। বিষয়টি নিয়ে মামলা থাকা সত্ত্বেও নজরুল ইসলাম তার সন্ত্রাসী বাহিনী দিয়ে বাড়ি ঘর ভাংচুর, লুটতরাজ করে এবং একাধিকবার আমাদের নারীসহ পরিবারের সদস্যদের উপর হামলা চালিয়ে আহত করে।
বিষয়টি মিমাংসার লক্ষ্যে স্থানীয় মুরব্বি, ইউপি চেয়ারম্যান, ইউএনও এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান একাধিকবার উদ্যোগ নিলেও প্রতিপক্ষ সারা দেয়নি। বলে জানান তারা। সকল হামলা বিষয়ে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এমতাবস্থায় গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় নজরুল ইসলাম ও তার সন্ত্রাসী বাহিনী হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে মৃত আজিজলের ছেলে আঃ মালেক (৫০) আলতাব হোসেনের ছেলে ফিরোজ রায়হান (৩৮) এবং মনোয়ারুল ইসলাম (৪০) মৃত সোনাউল্লাহ ভুইয়ার ছেলে জয়নাল ভুইয়া (৬৫) সোহরাব আলী ভূঁইয়ার ছেলে সুরজ ভুইয়া (৪৫) সোহরাব শেখের ছেলে বিপ্লব (৪৪)। ঘটনায় কাজিপুর থানায় অভিযোগ দায়ের করে মানিকদাইর গ্ৰামের আনিছুর রহমানের ছেলে সোহেল রানা। আসামি গ্ৰেফতার না হওয়ায় মানববন্ধনকারীরা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

এ বিষয়ে নিচিন্তপুর ইউপি চেয়ারম্যান খায়রুল কবির জানান স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা চলছে। চলমান মামলা বিষয়ে কাজিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত জানান, মামলা একাধিক উভয় পক্ষ করেছে, কিছু মামলার আসামি জামিনে আছে, সকল মামলারই তদন্ত কর্মকর্তা নিযুক্ত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর