শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভাঙ্গুড়ায় ইউনিয়ন বিএনপি নেতা আনোয়ারুল হকের মৃত্যু ভালুকায় গেইটে তালা,অবরুদ্ধ তিনটি পরিবার  ভাঙ্গুড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ ঈদ বাজার বেনাপোলে চাহিদার শীর্ষে সুতি পাঞ্জাবি কাজিপুরে অগ্নিকাণ্ডে নিঃস্ব ৫ পরিবারে জরুরী সহায়তা যশোরের শার্শা উপজেলা বীরশ্রেষ্ট নূর মোহাম্মদের সমাধিতে গার্ড অব অনার ও পুস্পস্তবক অর্পন বরগুনায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরগুনা জেলার রং তুলিতে স্বাধীনতা দিবস উদযাপন ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবকদলের নেতা জহির উদ্দিন ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবকদলের নেতা আনোয়ার শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবকদলের নেতা শাহাজাদা হাওলাদার

কোনাবাড়িতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

রিপোর্টারের নাম : / ১২৪ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুরের কোনাবাড়ি কলেজ গেট এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ অক্টোবর) রাত পৌনে ৯ টার দিকে ওই ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ৯ টার দিকে ৪-৫ জন যুবক কোনাবাড়ি কলেজগেটে থাকা একটি আজমেরি বাসে ভাংচুর শুরু করেন। পরে তারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে লোকজন দেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে।

প্রত্যক্ষদর্শী ট্রাক চালক বিল্লাল হোসেন বলেন, রাত ৯ দিকে ৪-৫ জন যুবক মোটরসাইকেলে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দ্রুত চলে যায়। এসময় তারা গাড়ির গ্লাসও ভাংচুর করেন। বাসটি ওখানে থামা অবস্থায় ছিল।

বাসটির মালিক জামাল বলেন,সকাল থেকে বাসটি
এখানেই ছিলো। রাতে আটটার দিকে পিছনে আরেকটি বাসে হাওয়া দিচ্ছিলাম। এর মধ্যে শুনি বাসের গ্লাস ভাঙার শব্দ। দৌড়ে এসে দেখি কিছু যুবক বাসের গ্লাস ভাংচুর করে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে আমিও তাদের পিছনে
পিছনে দৌড় দেই। ঘুরে এসে দেখি পুরো বাসে আগুন জ্বলছে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কেএম আশরাফুল উদ্দিন বলেন, একটি বাসে আগুন দেওয়া হয়েছে। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে এসেছি৷ কে বা কারা আগুন দিয়েছে বিষয়টি খতিয়ে দেখছি। ধারণা করছি যারা হরতাল দিয়েছে তারা ঘটাতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর