শিরোনামঃ
গাজীপুরে অবৈধভাবে মজুদ করে রাখা ২ হাজার ১৬০ লিটার ডিজেল জব্দ, আটক ২

গাজিপুর সিটি করপোরেশন এর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চন্দনা এলাকায় এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা ২ হাজার ১৬০ লিটার ডিজেল বিক্রির সময়ে দুই জনকে আটক করেছে পুলিশ। শনিবার (০১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন জিএমপি বাসন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মালেক খসরু খান ।
আটকৃতরা হলেন, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার আব্দুর রহমানের ছেলে ওমর ফারুক বাবু (৪৩) এবং জামালপুর জেলার মাদারগঞ্জ থানার পশ্চিম ঝটিয়ারপাড়া এলাকার মৃত দবির উদ্দিন মন্ডলের ছেলে মোখলেসুর রহমান (৩৮)। এ সময় তাদের কাছ থেকে ডিজেল পরিবহনে একটি লরি ট্রাক,নগদ ৪৩ হাজার টাকা জব্দ করা হয়। পরে আটকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে জিএমপি সদর থানা এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি মো.সেলিম মিয়া (২৮)’র দোকান থেকে আরও ১৬০ লিটার ডিজেল ভর্তি একটি ড্রাম ও একটি ডিজেলের খালি ড্রাম উদ্ধার করা হয়।
ওসি আরো বলেন, আসামিরা দীর্ঘদিন যাবত অবৈধভাবে ডিজেল জাতীয় দাহ্য পদার্থ মজুদ করে কালোবাজারে বিক্রি করে আসছিলো। এ বিষয়ে জিএমপির বাসন থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর