শিরোনামঃ
গাজীপুরের কালিয়াকৈরে গ্যাসসিলিন্ডারের আগুনে দগ্ধ ২ জনের মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈরে তেলিরচালা এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনে দগ্ধ হওয়া দুইজনের জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১ টায় এবং শনিবার (১৬ মার্চ) সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার হাটবাউলা গ্রামের মৃত হোসেন মোল্লার ছেলে মো সোলেমান মোল্লা (৪৫)। আগুনে তার শরীরের ৯৫ ভাগ পুড়ে গিয়েছিল। তিনি ভাঙ্গাড়ি মালামাল ক্রয় বিক্রয় করে সংসার চালাতেন। অপরজন হলেন, বগুড়ার শিবগঞ্জ থানার শালদহ ভট্টা গ্রামের আফসার আলীর ছেল মনসুর আলী (৩০)। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ বলেন, নিহতের লাশ উপজেলা প্রশাসনের মাধ্যমে তাদের গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া নিহতদের দাফন কাফনের জন্য ২০ হাজার টাকা দেয়া হয়েছে।
উল্লেখ্য গত বুধবার সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে গেলে পাশের একটি দোকান থেকে শফিকুল ইসলাম নিজেই একটি সিলিন্ডার কিনে আনেন। সেই সিলিন্ডার লাগানোর সময় সিলিন্ডারের চাবি খুলে গ্যাস বেরিয়ে পাশের চুলার আগুনের সংস্পর্শে এলে দুর্ঘটনাটি ঘটে। এ সময় আশপাশের উৎসুক নারী, পুরুষ ও শিশুদের শরীরে আগুন লেগে ৩৬ জন দগ্ধ হন। এঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে গাজীপুর জেলা প্রশাসন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর