জা বি উপাচার্যকে হত্যার হুমকি
দেশের বিশিষ্ট সমাজবিজ্ঞানী, গবেষক, বরেণ্য শিক্ষাবিদ জাতীয় বিশ্ববিদ্যালয় পরিবারবর্গের অভিভাবক উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ-কে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত দুষ্কৃতকারী।
আজ মঙ্গলবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ মোস্তাফিজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তি বলা হয়েছে, গতকাল সোমবার সকাল ১০ টায় টেলিফোনের মাধ্যমে হত্যার হুমকি প্রদান করে। উপাচার্য যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংস্কার কার্যক্রমের উদ্যোগ গ্রহণ, কর্মকর্তা ও কর্মচারীদের সকল বৈষম্য দূরীকরণের পদক্ষেপ, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ দুর্নীতিরোধ, বিগত সময়ের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের গভর্নিং বডি গঠনসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে উপাচার্য মহোদয় রাত-দিন কাজ করে যাচ্ছেন এবং অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান যখন সুফল পেতে শুরু করেছে ঠিক সেই সময় একটি স্বার্থান্বেষীমহল এ সংস্কার ও সার্বিক উন্নয়ন কার্যক্রমকে ব্যর্থ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে হুমকি ধামকি দিয়ে দুর্নীতি প্রতিরোধের কার্যক্রমকে নানাভাবে বাধাগ্রস্থ করার অপচেষ্টা অব্যাহত রয়েছে।
জাবি কর্তৃপক্ষ জানায়, এই ধরনের হত্যার হুমকির প্রতিবাদে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী, শিক্ষার্থীসহ দেশের অনেক শিক্ষাবিদ তীব্র নিন্দা জানান।