রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন

জামতৈলে নির্বাচনী প্রচারণার শেষ দিনে হেনরীকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ৭৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ আসন্ন ৭ জানুয়ারি -২০২৪ খ্রীঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য, পদপ্রার্থী জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক নারী নেত্রী ড. জান্নাত আরা তালুকদার হেনরীকে বিজয়ী করার লক্ষ্য জামতৈল ধোপাকান্দিতে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

কামারখন্দ উপজেলা আওয়ামীলীগের আয়োজন,
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর-২০২৪ খ্রীঃ) বিকেল ৪ টায় জামতৈল ইউনিয়নের ধোপাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী প্রচারণা শেষ দিনে নির্বাচনী বিশাল জনসভার
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডঃ কে. এম. হোসেন আলী হাসান তিনি তার বক্তব্যে বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ নির্বাচন দিন আপনারা নৌকা মার্কায় ভোট দিন সবাই নৌকা মার্কায় ভোট দেবার আহবান করুন। দেশরত্ন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে উন্নয়নে ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। স্মার্ট বাংলাদেশ মানে স্মার্ট সরকার, স্মার্ট জনগণ স্মার্ট ইকোনমি এবং স্মার্ট সোসাইটি এর মাধ্যমে আমরা বাংলাদেশকে আধুনিক প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলবো যা টেকসই অর্থনীতি, মেধাভিত্তিক শিক্ষা, উন্নত সমাজ, ন্যায়পরায়ণ বাংলাদেশ, স্বচ্ছ বাংলাদেশ হবে।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রতিক প্রার্থী নারীনেত্রী ড. জান্নাত আরা তালুকদার হেনরী তিনি তার বক্তব্যে বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে, বেকারত্ব দুর করতে আপনাদের সুখে- দুঃখ পাশে রাখতে, দেশরত্ন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করতে আগামী ৭ জানুয়ারী -২০২৪ খ্রীঃ তারিখ সারাদিন আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করুন। আর নতুন প্রজন্মের প্রথম ভোট নৌকার মার্কায় দেয়া হোক। “জয়বাংলা জয় বঙ্গবন্ধু”, বঙ্গবন্ধুর মার্কা নৌকা মার্কা, উন্নয়নের মার্কা নৌকা মার্কা, ৭ তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন এসব শ্লোগান দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার, সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডঃ বিমল কুমার দাস, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন চৌধুরী পিয়ার ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল ওয়াদুদ নাসির তালুকদার, কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন চৌধুরী প্রমুখ।
জনসভার সভাপতিত্ব করেন, কামারখন্দ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ সেলিম রেজা, স্বাগত বক্তব্যে রাখেন ও অনুষ্ঠান পরিচালনা করেন, কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন শেখ।
এসময়ে অনুষ্ঠানে কামারখন্দ উপজেলার আওয়ামী লীগের ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন হাজার হাজার নেতাকর্মীরা সহ সাধারণ মানুষদের অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর