বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু  সলঙ্গায় টিসিবির স্মার্ট ফ্যামলী কার্ড বিতরণে অর্থ নেয়ার অভিযোগ ভাঙ্গুড়ায় কাবিটা ও টিআর প্রকল্পের কাজ ইউএনওর পরিদর্শন ভাঙ্গুড়ায পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক লালমনিরহাটে ঘুষ বানিজ্যকারী নাজিরকে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত কামারখন্দে দরবার শরীফের সম্পদ আত্মসাতের চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উল্লাপাড়ায় ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাঙ্গুড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইউনিয়ন কৃষকদলের আহব্বায়ককে অব্যাহতি কাজিপুরে আ’লীগের মশাল মিছিল; ফেসবুকে ভাইরাল  কুড়িগ্রামে চরাঞ্চল মানুষের আধুনিক প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা নিশ্চিতে ‘সুস্বাস্থ্য’ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের যাত্রা শুরু

জামায়াত ভবিষ্যতে সহিংসতা করলে শেকড় উপড়ে ফেলা হবে : কৃষিমন্ত্রী

কবির হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ / ১০৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

জামায়াতে ইসলামী যদি ভবিষ্যতে আবারও সহিংসতা চালায়, তাহলে তাদের শেকড় উপড়ে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে একটি আমবাগান পরিদর্শন শেষে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।

কৃষিমন্ত্রী বলেন, জামায়াত ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত যে সহিংসতা করেছে, ভবিষ্যতে করলে তাদের শেকড় উপড়ে ফেলা হবে। বিএনপির এক দফা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিএনপি যতই দফা দিক, কোনো দফাই তাদের কাজে আসবে না। বিএনপি নিজেরা তাদের কবর খুঁড়ে গর্তে ঢুকে আছে, আর কোনো দিন বের হতে পারবে না। ফলে হাজারো আন্দোলন করে সফল হবে না। তিনি আরো বলেন, এক ইঞ্চি মাটিও যেন খালি না থাকে, এ লক্ষ্যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। কৃষি ব্যাংক অল্প সুদে ঋণ দেবে। চাষি ও উদ্যোক্তারা সেই ঋণ নিয়ে আম চাষ করবেন। পরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি এলাকায় বেসরকারিভাবে নির্মিত আজান ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের মাল্টি সংরক্ষাণাগার ও ছত্রাজিতপুর পলিনেট হাউজ পরিদর্শন করেন।

বিকেলে মন্ত্রী আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রে আম উৎপাদন ও বিপণন বিষয়ে কর্মশালায় যোগদান করেন। কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য আব্দুল ওদুদ বিশ্বাস, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন, জেলা প্রশাসক এ কে এম গালিব খাঁন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম ও আম উদ্যোক্তা ইসমাইল হোসেন শামীম খানসহ কৃষি অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমচাষী এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর