ঝিকরগাছায় জমি দখলে বাধা দেয়ায় একই পরিবারের ৫ জনকে মারপিট
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছায় উপজেলা বসতবাড়ি, মাঠ ও কবরস্থানের জমি দখলে বাধা দেয়ায় নারী-পুরুষসহ একই পরিবারের ৫জনকে মারপিট করা হয়েছে। গতকাল ১৭ মে সকালে উপজেলার মল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শহিদুল ইসলাম ১৩ জনের নামে থানায় অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তরা হলো, মল্লিকপুর গ্রামের আব্দুল বারিক ও আব্দুল খালেক, আব্দুল মালেক, সোহেল হোসেন, জালাল উদ্দিন, আজাদ হোসেন, নুরুজ্জামান বাবু, বিল্লাল হোসেন, সোহান হোসেন, আহসান, রাশেদ হোসেন, কামারুল ইসলাম, মুকুল হোসেন।
থানায় দেয়া অভিযোগ মতে, বসতবাড়ি, মাঠের জমি ও কবরস্থান নিয়ে শহিদুল ইসলামের সাথে অভিযুক্তদের সাথে বিরোধ চলে আসছিলো। অভিযুক্তরা বিভিন্ন সময় জমি দখল করার পাঁয়তারা করে আসছে। গত ১৭ মে সকাল সাড়ে ১০টার দিকে বিবাদীরা বাঁশের লাঠি, লোহার, সাবল ও ধারালো গাাছি দাসহ বিভিন্ন ধরণের অস্ত্রশস্ত্র নিয়ে কবরস্থান জোর পূর্বক দখল করতে যায়। এসময় বাধা দিলে ক্ষিপ্ত হয়ে শহিদুলকে অকথ্য ভাষায় গালিগালাজসহ এলোপাতাড়িভাবে, কিল, ঘুষি, চড়, থাপ্পড় ও বাঁশের লাঠি, লোহার, লোহার সাবল ও ধারালো গাছি দা দিয়ে মারপিট করে। তার চিৎকারে ভাই তরিকুল ইসলাম, আব্দুল করিম, স্ত্রী পলি খাতুন, ছোট ভাইয়ের স্ত্রী তাহেরা খাতুন ও ভাইপো লিমন এগিয়ে আসে। তাদেরকে গালিগালাজসহ এলোপাতাড়ি ভাবে, মারপিট করে। এক পর্যায়ে হত্যার হুমকি দিয়ে চলে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।#
এ ব্যাপারে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া কে জিজ্ঞাসা করলে তিনি জানান এই ব্যাপারে কেউ এখনো অভিযোগ দেয় নাই। দিলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।