রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন

দুই ডোজ করোনা টিকায় লক্ষ্যমাত্রা অর্জন বাংলাদেশের

রিপোর্টারের নাম : / ১৬৭ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৭ জুন, ২০২২

করোনার টিকা দেওয়ার ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। দেশের ৭০ শতাংশ মানুষকে পূর্ণ দুই ডোজ টিকা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। রোববার টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ এ মাইলফলক স্পর্শ করল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল, করোনা নিয়ন্ত্রণে রাখতে হলে কমপক্ষে ৭০ শতাংশ মানুষকে পূর্ণ দুই ডোজ টিকার আওতায় আনতে হবে। এ জন্য সময়সীমা নির্ধারণ করেছিল ২০২২ সালের ৩০ জুন। সময়সীমার চার দিন আগেই বাংলাদেশ এ লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের করোনার টিকা প্রয়োগ কমিটির সদস্যসচিব মো. শামসুল হক বলেন, ‘আমরা দেশের ৭০ শতাংশ মানুষকে করোনার পূর্ণ দুই ডোজ টিকা দিতে পেরেছি। এটা আমাদের একটি বড় সাফল্য।’

স্বাস্থ্য অধিদপ্তরের টিকার তথ্য বলছে, এ পর্যন্ত ১২ কোটি ৮৯ লাখ ৯৫ হাজার ৮০৯ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১১ কোটি ৯১ লাখ ৯৯ হাজার ২৪৫ জন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৩ লাখের কিছু বেশি।

বাংলাদেশে ছয়টি প্রতিষ্ঠানের টিকা দেওয়া হচ্ছে। এর মধ্যে আছে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, সিনোফার্ম, মডার্না, সিনোভ্যাক ও জনসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর