বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন

দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা, মতবিনিময় ও পুরস্কার বিতরণ

রিপোর্টারের নাম : / ৪৪ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৬ মে, ২০২৫

বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বেতাগীতে দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা, মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণী ‘২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ মে) দুপুর ১২ টায় উপজেলার কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন (দুদক) পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয় ও বেতাগী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে।

দুপ্রক সভাপতি শিক্ষাবিদ অধ্যক্ষ রফিকুল আমিনের সভাপতিত্বে ফাইনাল রাউন্ডের বিতর্ক শেষে পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বশির গাজী। দুপ্রক সাধারণ সম্পাদক মো: মহসিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউনিয়া কলেজের প্রভাষক মাহবুবুল আলম সুজন, দুপ্রক ‘র সিনিয়র সদস্য সাইদুল ইসলাম মন্টু, কাজির হাঁট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সেলিম আহমেদ, কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শহীদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আব্দুল মোতালেব, শিক্ষক মোশারেফ হোসেন, সুবর্ণা ইসলাম ও অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে ডিবেটিং সোসাইটির যুগ্ম সম্পাদক খাইরুল ইসলাম মুন্না।

‘দেশ গড়ার শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’-প্রতিপাদ্যে অনুষ্ঠিত ‘মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে ’ ফাইনাল রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় , কাজির হাঁট মাধ্যমিক বিদ্যালয় ও চান্দখালী ইসাহাক মাধ্যমিক বিদ্যালয়। প্রতিযোগিতায় চান্দখালী ইসাহাক মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং কাজির হাঁট মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থী তাফসীর সেরা বক্তা নির্বাচিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার হিসাবে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

এর আগে গত ১৪ মে ‘ছাত্র-ছাত্রীদের মাঝে সততা ও নিষ্ঠাবোধ জাগ্রত করা না গেলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব নয়’ বিষয়ে প্রথম রাউন্ডের এবং গত ১৯ মে ‘ পারিবারিক মূল্যেবোধের অবক্ষয়ই দুর্নীতি বিস্তারের মুল কারণ’ বিষয়ে কয়েকটি পর্বে দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর