বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাজস্ব হারাচ্ছে সরকার:ধর্মঘটে দ্বিতীয় দিনেও বেনাপোল বন্দর দিয়ে ফল আমদানি বন্ধ লালমনিরহাটে জুই হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ- পুলিশের সাথে ধস্তাধস্তি টেন্ডার বাক্স লুটের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে রাজশাহীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন লাইসেন্স ব্যতীত ভাটা পরিচালনা করায় কুড়িগ্রামের ৫টি ভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন উল্লাপাড়ায় পানি নিষ্কাশনের দাবীতে রাস্তা অবরোধ করে মানববন্ধন আগামী ৭ দিনের মধ্যে হৃদয় এর লাশ পরিবারের নিকট হস্তান্তরের দাবি ভারত থেকে ফল আমদানি বন্ধ দ্বিতীয় ধাপের আখেরী মোনাজাত শেষ,৫৯ তম বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা ইজতেমা ময়দানে চলছে হেদায়েতি বয়ান,আখেরী মোনাজাত দুপুর ১২ টায় ইজতেমায় আরও দুই মুসল্লীর মৃত্যু

দেশে শেখ হাসিনার বিকল্প নেই-এফবিসিসি আইয়ের সাবেক পরিচালক সিরাজুল হক!

রিপোর্টারের নাম : / ১২০ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

আশরাফুল হক, লালমনিরহাট: লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক সিরাজুল হক বলেছেন, ব্রিটিশরা পদ্মা সেতু করতে চেয়েও পারেনি। তা প্রধানমন্ত্রী করে দেখিয়েছেন। শেখের বেটিই বাপের বেটি। মঙ্গাকে বিদায় দিয়ে উন্নত বাংলাদেশ গড়ছেন।

বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যায় আদিতমারী উপজেলার ভেলাবাড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিরাজুল হক বলেন, নাশকতা করতে  বিএনপি জামায়াত হরতাল অবরোধের ডেকে মাঠে নেই। দেশের শান্তিকামী মানুষ বিএনপি জামায়াতের হরতাল অবরোধের নামে নাশকতাকে প্রত্যাখান করেছে।জনসমর্থন হারিয়ে তারেক বিদেশে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করছে। বিএনপি জামায়াতের এই মিথ্যাচার থেকে সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে থাকার আহবান জানান তিনি।

এর আগে সকালে লালমনিরহাট শহর থেকে অবরোধ বিরোধী একটি মোটর শোডাউন বের করা হয়। জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিরাজুল হকের নেতৃত্বে শোডাউনটি লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের প্রায় একশত কিলোমিটার প্রদক্ষিণ করে শান্তি ও উন্নয়ন সমাবেশে মিলিত হয়।

আদিতমারী উপজেলা যুবলীগের সম্পাদক কৃষ্ণকান্ত রায় বিদুরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, কমলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ ওমর চিশতি, উপজেলা যুবলীগের সভাপতি নবি হোসেন, স্বেচ্ছাসেবকলীগের সম্পাদক ফরহাদ হোসেন বিপ্লব প্রমুখ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর