নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও ১০ দফা দাবীতে সিরাজগঞ্জে জেলা বিএনপির মানববন্ধন
বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি উপকরণ-শিক্ষা উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে
শনিবার (১১ মার্চ) বেলা ৩ টার দিকে সিরাজগঞ্জ শহরের ইবি রোডে দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর পরিচালনায় মানববন্ধন কর্মসুচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক জাতীয় সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার।
বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা মানববন্ধন কর্মসুচীতে অংশ নেয়। কেন্দ্রীয় ঘোষিত কর্মসুচীর আলোকে জেলা বিএনপি এই মানববন্ধন কর্মসুচী পালন করে। এসময়ে জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন এবং দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।