শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনবাড়ীতে ইয়াবাসহ আটক-১ আদম ব্যবসায়ীদের প্রতারণায় নিঃস্ব সোহেলের পরিবার, থানায় অভিযোগ আদম ব্যবসায়ীদের প্রতারণায় নিঃস্ব সোহেলের পরিবার, থানায় অভিযোগ টঙ্গীতে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার কোনাবাড়িতে ঝুট গোডাউনে আগুন,নিয়ন্ত্রণে ৪ ইউনিট কারামুক্ত হলেন ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন আব্দুল আলীমের মরদেহ দীর্ঘ আড়াই বছর পর ময়নাতদন্তের জন্য উত্তোলন অতীতে ঘরে ঘরে চাকরি দেবার নাম করে হাহাকার দিয়ে গেছে রাজনৈতিক দলগুলো কেন্দ্রীয় জাকের পার্টির নেতা রবিউল ইসলাম রবি ভাঙ্গুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বেনাপোলে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত

নির্বাচন কবে হবে জানালেন ধর্ম উপদেষ্টা

রিপোর্টারের নাম : / ১৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

আগামী দেড় বছর পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ‘আমরা নির্বাচন দেবো। জনগণ ভোট দিতে পারবে। যারা নির্বাচিত হতে পারবে তাদের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় নেবো। আমাদের হাতে সময় কম। দেড় বছর বা সামান্য দুই-এক মাস বেশি সময় আছে। ১৬ বছরের জঞ্জাল দেড় বছরে দূর করবো কী করে? আমরা যদি বেশি দিন সময় পেতাম আরও অনেক কাজ করতে পারতাম। তারপরও চেষ্টা করে যাচ্ছি।

শুক্রবার (১১ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদরাসায় ইসলামি মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সব রাজনৈতিক দলকে সমান সুযোগ দেওয়ার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘সব রাজনৈতিক দলকে সমান সুযোগ দিয়ে ভোটার লিস্ট হালনাগাদ করে আমরা নির্বাচন দেবো। ১৬ বছর পরে এ দেশের মানুষ প্রথম নিজের খুশিতে ভোট দিতে পারবে। আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। আমরা ক্ষমতা ধরে রাখবো না।’

সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনাকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার ভুল ত্রুটি হতে পারে, আমি মানুষ। আপনারা আমাকে পরামর্শ দেবেন। আমার কোনও ভুল হলে ধরিয়ে দেবেন। তবে ফেসবুকে লেখেন কেন? ফেসবুক কোনও সমাধান করে না। আপনার ফেসবুকের কথা আমি ধরবো না। কেউ যদি ফেসবুকে লিখে আমাকে অপমান করতে চান। আমার বিশাল সাইবার টিম আছে, আপনাকে অপমান করার জন্য দাঁড়িয়ে যাবে। কোন শয়তান বেয়াদবকে এক সেকেন্ডের জন্য ছাড় দেবো না। তোমার মতো যদু মধু ফেসবুকারদের কথায় আমি রাষ্ট্র পরিচালনা করবো না। আমাকে যদি ব্যর্থ করে দিতে চাও তুমি ব্যর্থ হয়ে যাবে। আমরা রাষ্ট্র পরিচালনার জন্য ফেসবুকের মুখাপেক্ষী নই।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমাদের ভুলগুলো আপনারা ধরিয়ে দেবেন। তবে ফেসবুকের মাধ্যমে না, মেসেঞ্জারের মাধ্যমে দেবেন। আমরা আপনাদের পরামর্শকে সম্মান দেবো। একমাত্র যাদের সৎ সাহস নাই যারা কুপের ব্যাঙ, তারা ফেসবুকে লেখে। উল্টাপাল্টা লেখে। তোমার লেখায় আমার কিছু হবে না। তুমি যে ভাষায় লিখবে সে ভাষায় জবাব যাবে। আমরা মাঠ থেকে এসেছি। দায়িত্ব শেষে ফের মাঠে ফিরে যাবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর